Saturday , 12 July 2025 | [bangla_date]

কাহারোল হাটের রাস্তায় তীব্র যানজোট, ভোগান্তিতে সাধারন মানুষ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত উত্তর বঙ্গের সর্ব বৃহৎ কাহারোল গরুর হাট । দেখা গেছে,বিশেষ করে শনিবারের দিন কাক ডাকা ভোর বেলা হতে জেলার পাশ্ববর্তি জেলা থেকে ভটভটি ও মিনি ট্রাকে করে ব্যবসায়ীরা এই কাহারোলের গরুর হাটে গরু বিক্রয় করার জন্য নিয়ে আসেন এবং রাস্তায় গরুর গাড়ী থেকে গরু নামার ফলে হাটের দুই পাশ্বে তীব্র যানজোট সৃষ্টি হয়। এতে করে পথচারী ও এ্যামবুলেন্সে রোগীসহ ভোগান্তির শিকার হতে হয় আরো অনেকেই। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তীব্র যানজোটের কারণে ভোগান্তে পড়েছেন অনেক পথচারি। কাহারোল হাটে আসা মোঃ সাইফুল ইসলাম নামক এক পথচারী বলেন, এক ঘন্টা যাবৎ ভ্যানে বসে আছি, কিন্তু যানজোটের কারণে ভ্যান সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। অপর আরেক পথচারী মোঃ মাসুম জানান, হাটের দিন গরুর গাড়ী যদি হাটের বাইরে উঠা নামা করে তাহলে এই যানজোট হত না।
এ ব্যাপারে হাটের ইজারাদার শ্যামল চন্দ্র রায়ের সঙ্গে কথা হলে, তিনি বলেন রাস্তা সরু হওয়ায় ১টা গাড়ী গেলে আর একটা গাড়ী যেতে পারে না। গরুর গাড়ী বাজারের রাস্তায় দাঁড়িয়ে গরু উঠানামা করে বিষয়টি তিনি এড়িয়ে যান। তিনি আরও বলেন, গরুর গাড়ী পাকিং এর জায়গা না থাকার কারণে রাস্তার উপরে গাড়ী থেকে গরু নামাতে হয়। এদিকে এব্যাপারে অত্র উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম এর সঙ্গে কথা হলে তিনি বলেন, রাস্তায় গরুর গাড়ী দাঁড়িয়ে গরু না নামার জন্য ইজারাদারকে বলা হয়েছে। অন্য দিকে এব্যাপারে কাহারোল থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রুহুল আমিন এর সঙ্গে কথা হলে তিনি জানান,হাটের ইজারাদারকে বলা হয়েছে, রাস্তায় যাতে কোন গরুর গাড়ী রাখার ফলে যেন যানজোট সৃষ্টি না হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারন সভা ও নতুন কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু !

হরিপুরে পিতার জানাযা দিতেগিয়ে পুত্রের বাড়িতে চুরি !

পীরগঞ্জে নাারীর মাথার চুল কেটে দেওয়ায় চেয়ারম্যান সহ ৯ জনের বিরুদ্ধে মামলা

দীর্ঘ ৬০বছর পর দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুলে এসে আবেগাপ্লুত স্বাস্থ্যমন্ত্রী

দিনাজপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

জাতীয়তাবাদী জেলা যুবদলের সহ-সভাপতি ও বিএনপি‘র সাধারণ সদস্য পদ থেকে সাদেকুল ইসলামের পদত্যাগ

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে কেবিন ব্লকের উদ্বোধন

বাজারে কমছে সব ধরনের পেঁয়াজের দাম

সরকার পশ্চাৎপদ নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি