Thursday , 10 July 2025 | [bangla_date]

ঘুষের অভিযোগে স্যানিটারি ইন্সপেক্টরের বদলি বাতিল, তদন্তে তিন সদস্যের কমিটি

খানসামা (দিনাজপুর) থেকে এস.এম. রকি \ দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকারী স্যানিটারি ইন্সপেক্টর (অতিরিক্ত দায়িত্ব) মো. এনামুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠায় তার বদলি আদেশ বাতিল করেছে সিভিল সার্জন কার্যালয়। একই সঙ্গে এ অনৈতিক ঘটনায় তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌসের স্বাক্ষরে গত ৩ জুলাই জারি করা অফিস আদেশে বলা হয়, স্বাস্থ্য সহকারী মো. এনামুল হককে গত ২৯ মে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে পদায়ন করা হয়। এরপর তিনি উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে দোকানদারদের নিকট থেকে টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তার বদলি আদেশ বাতিল করে মূল পদ স্বাস্থ্য সহকারী হিসেবে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা যাচাই ও পরবর্তী করণীয় নির্ধারণে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানকে। সদস্য সচিব হিসেবে রয়েছেন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা মুকুল এবং সদস্য হিসেবে আছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হোসেন মো. নাহিদ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য সচিব ডা. শামসুদ্দোহা মুকুল বলেন, “সিভিল সার্জন স্যারের নির্দেশে গঠিত তিন সদস্যের কমিটি ইতোমধ্যেই তদন্ত কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে।”
খোঁজ নিয়ে জানা যায়, এনামুল হক খানসামায় যোগদানের পর থেকেই বিভিন্ন দোকান থেকে ভয়ভীতি ও হুমকির মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ ওঠে। স¤প্রতি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও আকারে ছড়িয়ে পড়লে জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ তৎপর হয়ে ওঠে।
উল্লেখ্য, ঘুষ গ্রহণের অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তবে প্রশাসনের দ্রæত পদক্ষেপে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যদের প্রতিবাদ সভা ।

পীরগঞ্জে মা ও শিশুদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ

পীরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা

বীরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঘরে আগুন! আহত-২

লক্ষ্য যদি স্থির থাকে এগিয়ে চলা সম্ভব: শেখ হাসিনা

পার্বতীপুরে শিয়ালের কামড়ে আহত ১০

বিরামপুর ব্লাড ব্যাংক সদস্যদের দুই হাজারের বেশি রক্তদান ও ৩য বর্ষপূর্তি উপলক্ষে মিলন মেলা

বীরগঞ্জ পৌরসভার ১১কোটি ৪২লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

খানসামায় মাদকদ্রব্যসহ চারজন আটক