Wednesday , 9 July 2025 | [bangla_date]

চিরিরবন্দরে নার্সারিতে অভিযান পরিবেশবিরোধী ইউক্যালিপ্টাস-আকাশমনি চারা ধ্বংস

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। পরিবেশকর্মী ও সচেতন নাগরিকের দাবি
ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ কেটে পরিবেশবান্ধব গাছ লাগানোর। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন বাগান, সড়ক ও বাড়ির আঙিনায় চোখে পড়ে নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ। এ গাছ প্রতিনিয়ত সুপেয় পানি শোষণ এবং ভূমির উর্বরতা নষ্ট করে প্রাণপ্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে। এতে হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। অল্পদিনে বড় হয় এবং কাঠের দাম ভালো পাওয়ায় এখনও ক্ষতিকর এ গাছ রোপণ করছেন অনেকেই। পরিবেশ বিজ্ঞানীদের মতে বাংলাদেশের জলবায়ুর জন্য অত্যন্ত বিপদজনক ও ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ। মাটি থেকে অতিমাত্রায় পানি শোষণ করে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ। যা পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায়।
মঙ্গলবার উপজেলার নশরতপুর, ইসফপুর, আব্দুলপুর ইউনিয়নের বিভিন্ন নার্সারিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চারা উৎপাদন ও বিক্রি করায় তামান্না নার্সারি, এম আর ভিলেজ নার্সারি, মৌসুমী নার্সারি, জাহাঙ্গীর নার্সারি, মিম নার্সারি ও ভাই ভাই নার্সারিতে এ অভিযান পরিচালনা করে পরিবেশের জন্য ক্ষতিকর ২৫ হাজার ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে।
অভিযানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার দিনেশ চন্দ্র, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. খাদেমুল ইসলাম, মো. মিনহাজুল হক নবাব, মো. রবিউল ইসলাম, মো. আজিজুল হক, রেজওয়ানুল হকসহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, ইউক্যালিপটাস একটি পরিবেশ বিধ্বংসী গাছ। এটি মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে উর্বরতা শক্তি নষ্ট করে। যা পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। এ কারণে সরকার এই গাছের চারা উৎপাদন ও রোপণ নিষিদ্ধ করেছে। পরিবেশ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আমি সবাইকে এই গাছ রোপণ থেকে বিরত থাকার আহŸান জানাচ্ছি।
নার্সারি মালিকেরা জানান, চারাগুলো তৈরি করতে আমাদের অনেক খরচ হয়েছে। অভিযান চলাকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, যে সকল নার্সারিতে চারা ধ্বংস করা হয়েছে নার্সারি মালিকরা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পাবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে পালিত হলো পুলিশ সপ্তাহ ২০২২

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই  দেশে আর ভুখা মিছিল হয় না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রতিষ্ঠার শুরু থেকেই আওয়ামীলীগ স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী শক্তি হিসেবে কাজ করছে -পঞ্চগড়ে মোয়াজ্জেম হোসেন আলাল

বীরগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতেও দুই গ্রুপের বিভক্তি

রাণীশংকৈলে বিশ্ব নদী দিবস পালিত

আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রথম হাফেজা উম্মে সায়মাকে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে ১৩টি পরিবারের ঘরবাড়ি ৫০টি আগুনে পুড়ে ছাই – ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকা প্রায়

পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বৈরচুনা ইউনিয়ন চ্যাম্পিয়ন

বোচাগঞ্জে লাল সবুজে নতুন করে স্বপ্ন বুনবে ৪৩০টি ভুমিহীন পরিবার

স্মাট কৃষি প্রযুক্তির মাধ্যমে অল্প পানিতে বেশি ধান