Wednesday , 9 July 2025 | [bangla_date]

চিরিরবন্দরে পোস্ট অফিসের বেহাল দশা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে স্বাধীনতার পুর্বে স্থাপিত ঘন্টাঘর বাজারে পোস্ট অফিসটির বেহাল দশা হওয়ায় বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় পোস্ট অফিসের মাটির ঘরটি ধ্বসে পড়ে প্রাণহানির আশঙ্কা রয়েছে। চিঠিপত্র আদান-প্রদানের জন্য একসময় সাতনালা, নশরতপুর ইউনিয়নের বৃহদাংশ ও সাঁইতাড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের একমাত্র ভরসা ছিল এই পোস্ট অফিসটি। বর্তমানে মাটির ঘরটির অবস্থা একেবারে জরাজীর্ণ ও করুণ অবস্থা। ভেঙ্গে পড়েছে দেয়াল। দরজা ঘুনে নষ্ট হয়ে গেছে। জানালা চুরি হয়ে গেছে। বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে পোন্ট অফিসের ঘরটি। অফিসের আসবাবপত্র পোস্ট মাষ্টার বাড়িতে নিয়ে গেছেন। পোস্ট মাষ্টারের অবহেলা অযতেœ অফিসটিতে বসার কোন অনুক‚ল কোনো পরিবেশ নেই।
স্থানীয় আনিসুল হক শাহ (৫৮) জানান, আমরা জন্মলগ্ন থেকেই এই পোস্ট অফিসটি দেখে আসতেছি। কিন্তু কখনও কাউকে পোস্ট অফিসটি সংস্কারের উদ্যোগ নিতে দেখিনি। বড় কোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগ বা ভুমিকম্প হলে মাটির তৈরি অফিস ঘরটি ধ্বসে যেতে পারে। ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনাও।
স্থানীয় আরেক প্রবীণ ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন- এলাকার কেউ পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠালে ওই পোষ্ট মাস্টার গ্রাহককে না জানিয়ে বেশ কিছুদিন তা গোপন করে রাখতেন। পরবর্তীতে জানাজানি হলে টাকাগুলো কয়েক দফায় প্রদান করতেন। এখনও তার ওই স্বভাব রয়েছে। মূলত তার কারণেই পোস্ট অফিসটির এমন বেহাল দশা হয়ে পড়েছে।
স্থানীয় ও বিন্যাকুড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মসলেম উদ্দিন বলেন-একসময় পোস্ট অফিসের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদান হত। এখনও মাঝে মাঝে বেশ কিছু চিঠিপত্র আসে। ঘরটির অবস্থা অত্যন্ত শোচনীয়। দ্রæত সংস্কার করা প্রয়োজন।
ওই শাখা অফিসের পোস্ট মাষ্টার শাহজাহান আলী বলেন-বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে লিখিত আবেদন দেয়া হয়েছে। নিজস্ব কোন জমি না থাকায় সরকারিভাবে ভবন করা হয়নি। আর এখন সরকারি কয়েকটি চিঠিপত্র ছাড়া অন্য চিঠিপত্র তেমন না আসায় ভবন নির্মাণের তেমন গুরুত্ব নাই। গ্রাহকের টাকা আটকে রাখার অভিযোগ অস্বীকার করে বলেন- বর্তমানে কেউ পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠায় না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ পালিত

বিরামপুরে বিনামূল্যে ঔষধ ও স্যানিটারি ন্যাপকিন বিতরন

ঐতিহাসিক ৭ মার্চে দিনাজপুরে বঙ্গবন্ধুর ম্যূরালের উদ্বোধন

লিচুর পরে এবার বিদেশে রপ্তানি হচ্ছে বিরলের আম

চিরিরবন্দরে ডা.আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন

দিনাজপুর জেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

জোড়া থেকে আলাদা হওয়া সেই মনি-মুক্তাকে বাইসাইকেল উপহার

বোদায় সমন্বয় সভা অনুষ্ঠিত

তেভাগা’র বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

বিরামপুরে অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিলো বসুন্ধরা গ্রুপ