দিনাজপুরে হাজিদের নিয়ে পুনর্মিলনী ২০২৫/২৬ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আলহাজ্ব আব্দুস সালাম হজ্ব গ্রæপের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সকাল ১১টায় দিনাজপুর শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
বিশিষ্ট শিল্পপতি ও জাহাজ ব্যবসায়ী সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের বাসিন্দা আলহাজ্ব মোঃ আহসান হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জারা এভিয়েশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জারা এভিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা অংশিদার আলহাজ্ব মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।
আলহাজ্ব আব্দুল সালাম হজ্ব গ্রæপের পরিচালক আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সদর উপজেলার পুলহাট কালুপীর মাদরাসার মুহতামিম ইসলামী বক্তা আলহাজ্ব মাওলানা মোঃ আবুল কাসেম দিনাজপুরী ও দ্বিতীয় আলোচক হিসেবে আলোচনা করেন কারিয়ানা কোরআন শিক্ষা ফাউন্ডেশন ঢাকা’র চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ আজিজুল ইসলাম দিনাজপুরী।
এছাড়া অনুষ্ঠানে আলোচনা করেন আলহাজ্ব আইনুল হক, খানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুকসেদুল হক, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিন আলম প্রমূখ।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন পুলহাট কালুপীর মাদরাসার মাদরাসার মুহতামিম মাওলানা আবুল কাশেম দিনাজপুরী।