Monday , 7 July 2025 | [bangla_date]

দিনাজপুরে আশুরা উপলক্ষে আমইর গ্রামে সা¤প্রদায়িক স¤প্রীতির মিলাদ-মাহফিল

পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের আমইর গ্রামে ‘সত্যপীর মাজার’ প্রাঙ্গণে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলাদ, মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুরে মাজার পরিচালনা কমিটির উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ শেষে অংশগ্রহণকারী হিন্দু ও মুসলিম দুই স¤প্রদায়ের সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন সরকারপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. শামীম।
গ্রামের প্রবীণরা জানান, শত শত বছরের পুরনো এই ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর পবিত্র আশুরা উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। হিন্দু ও মুসলিম দুই স¤প্রদায়ের মানুষ একত্রে মিলিত হয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানস্থলে এক অনন্য সা¤প্রদায়িক স¤প্রীতির চিত্র দেখা যায়। বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশুসহ আশপাশের এলাকা থেকে আসা মানুষজনও যোগ দেন মিলাদ ও তোবারক বিতরণে।
সত্যপীর মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম জানান, পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবছরই সত্যপীর মাজারে এই আয়োজন হয়ে থাকে। ধর্ম-বর্ণ নির্বিশেষে দুই স¤প্রদায়ের মানুষের অংশগ্রহণে এ আয়োজন এখন এলাকার স¤প্রীতির প্রতীক হয়ে উঠেছে। এবছর নারী-শিশুসহ প্রায় সাড়ে ৪ শতাধিক মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে।
কমিটির সাধারণ সম্পাদক জানকি কান্ত রায় জানান, সত্যপীর মাজারকে ঘিরে এই মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। যা স¤প্রীতির এক উজ্জ্বল নিদর্শন।
এসময় উপস্থিত ছিলেন সত্যপীর মাজার পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর কবীর, সদস্য মো. মোকসেদুল, বেলাল হোসেন, রুবেল হোসেন, আশরাফুল হক, পুতুল চন্দ্র রায়, শ্রী রমেন চন্দ্র রায়, জগৎ চন্দ্র রায়, প্রতাপ চন্দ্র রায় প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে জলাবদ্ধতায় অনাবাদী ১২শ হেক্টর জমি

নজরদারির ও সংস্কারের অভাবে জৌলুস হারাচ্ছে বীরগঞ্জের ঐতিহ্যবাহী শালবন

শিল্পকলা একাডেমি ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে নানা আয়োজনে বিশ্ব নাট্য দিবস পালিত

আটোয়ারীতে বিদ্যুৎ স্পর্শে সমস্ত শরীর ঝলসে গেছে এক নির্মাণ শ্রমিকের

বিরলে শীতবস্ত্র বিতরণ

আটোয়ারীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন

রাণীশংকৈলে হাঁস খেলা দেখতে গিয়ে ৭ম শ্রেণির ছাত্রের মৃত্যু

পীরগঞ্জে শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলে আর্জেন্টিনা বনাম ব্রাজিল দলের খেলা

পীরগঞ্জে অন্তঃ উপজলো ক্রকিটে র্টুনামন্টেরে ফাইনাল খলো অনুষ্ঠতি