Tuesday , 15 July 2025 | [bangla_date]

দিনাজপুর-৬ আসনে নির্বাচন সামনে রেখে গণসংযোগে ব্যস্ত ব্যারিস্টার সানী আব্দুল হক

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি.ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর জেলার নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ সংসদীয় আসনে জমে উঠেছে এবি পার্টির নির্বাচনী প্রচারণা। এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক ইতিমধ্যেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
সদ্য ঘোষিত আগামী বছরের এপ্রিলে নির্বাচন ঘোষণায় ব্যারিস্টার সানী আব্দুল হক নিজের ও কর্মী-সমর্থকদের গণসংযোগ তৎপরতা প্রতিদিন বাড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত জনসাধারণের কাছে পরিচিতি ও সমর্থন চাইছেন তিনি এবং তাঁর সমর্থকরা।
নতুন বাংলাদেশ বিনির্মানে এবি পার্টির অধিকার ভিত্তিক সমস্যা সমাধানের রাজনীতির অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ব্যারিস্টার সানী আব্দুল হক দিনাজপুর-৬ আসনের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা-চায়ের দোকানসহ সর্বত্রই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সমানতালে গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
দিনাজপুর-৬ আসনের ঘোড়াঘাট উপজেলায় এবি পার্টির হয়ে মোহাজেরদের ভূমি বিরোধ নিষ্পন্নে সেনাবাহিনীর সাথে শান্তিপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছেন।পাশাপাশি গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজ কর্তৃপক্ষের সাথে সহযোগিতায় সম্পন্ন হচ্ছে।
নবাবগঞ্জ উপজেলার আশুড়ার বিলকে জাতীয় উদ্যানের মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এতদাঞ্চলের পর্যটন ও অর্থনৈতিক অঞ্চলে পরিনত করতে প্রয়াস চালিয়ে যাচ্ছেন। স্থলবন্দর খ্যাত হিলি (হাকিমপুর) রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন স্টপেজ ও স্টেশন সংস্কারের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
স্বাস্থ্যসেবার উন্নয়নে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিবার ও স্বাস্থ্য কেন্দ্র সমূহে ডাক্তার, ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহের বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ আসনের চার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার মান উন্নয়নে বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা আছে। এছাড়াও চার উপজেলার (ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর ও বিরামপুর) অধিবাসীদের ভিন্ন ভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিসত্তার বৈচিত্র্যময় চরিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ সম্পর্ক স্থাপনে ইতিমধ্যেই ব্যারিস্টার সানী জনপ্রিয় হয়ে উঠেছেন। টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বর্তমান সময়ের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষণ এবং তার বাস্তবিক প্রয়োগ তার জনপ্রিয়তায় যথেষ্ট ভূমিকা রেখেছে।
গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের বিভিন্ন কমিশন ও জাতীয় ঐকমত্যে কমিশনে সরকারের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় এবি পার্টির পক্ষে নেতৃত্বদান করছেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে সুধী সমাবেশে অংশ নিয়ে সামাজিক উন্নয়ন কাজে অগ্রণী ভূমিকা পালন করছেন।আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থী, তরুণ ও যুবকদের নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে আসার জন্য আহŸান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির পরিচিতি ও মতবিনিময়

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি সংসদে

রাণীশংকৈলে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিরলে দলিত আদিবাসীদের সামাজিক  সহায়তা বিষয়ে সংবেদনশীল সভা

বিরলে দলিত আদিবাসীদের সামাজিক সহায়তা বিষয়ে সংবেদনশীল সভা

দিনাজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ডিইএব এর নতুন আহবায়ক কমিটি গঠন

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায়  নিহত-২, আহত-১

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-১

অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষায় প্রশাসনের সহযোগিতা চেয়ে দিনাজপুরে অসহায় নারীর সংবাদ সম্মেলন

অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষায় প্রশাসনের সহযোগিতা চেয়ে দিনাজপুরে অসহায় নারীর সংবাদ সম্মেলন

আ.লীগ সরকারের আমলেই দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ফুলবাড়ী রক্ষার আন্দোলন ছিল গণমানুষের মুক্তির আন্দোলন —-অধ্যাপক আনু মুহাম্মদ