নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার একমাত্র চিকিৎসা সেবা পাওয়ার ভরসাস্থল নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে প্রতিদিনই ৪০০ থেকে ৫০০জন রোগী চিকিৎসা নিতে আসেন। এই হাসপাতালে অধিকাংশ চিকিৎসকের পদ শূন্য থাকায় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার ৩ লক্ষাধিক মানুষ। এদিকে চিকিৎসক সংকটের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্মরত চিকিৎসকরা। বার বার বলার পরেও কোনো সমাধান হচ্ছে না বলে জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
জানা যায়, দিনাজপুর সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই এলাকার ৩ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। প্রতিদিন ৪০০ থেকে ৫০০জন রোগী চিকিৎসা নিতে আসেন। এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১শয্যা বিশিষ্ট। এখানে অপারেশন থিয়েটার থাকলেও চিকিৎসকের অভাবে বন্ধ আছে কার্যক্রম। সেই সাথে বন্ধ রয়েছে এক্স-রে কার্যক্রমও।
এই স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে ৬জন কনসালটেন্ট থাকার কথা তার বিপরীতে আছে ১জন। মেডিকেল অফিসার থাকার কথা ১১জন, এর বিপরীতে রয়েছে মাত্র ১জন। এছাড়াও হাসপাতালটিতে চতুর্থ শ্রেণির অধিকাংশ পদই শূন্য। এতে করে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্মরত চিকিৎসকরা। প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় দীর্ঘ সময় কষ্ট করে অপেক্ষা করতে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী বলেন, গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক সংকট থাকার কারণে চিকিৎসা সেবা দেওয়া কষ্টকর হচ্ছে। বার বার চিঠি দিয়েও কোন সমাধান হচ্ছে না। দ্রæত সমস্যা কাটিয়ে উঠবে হাসপাতালটি কর্তৃপক্ষের নিকট এমটাই চাওয়া আমাদের।