Wednesday , 16 July 2025 | [bangla_date]

নিজে কাঁদলেন, সবাইকে কাঁদালেন বিদায়ী প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম আলো

ঘোড়াঘাট (দিনাজপুর)ঃ শেষ কর্ম দিবসে ঘোড়ার গাড়ীতে চড়ে অবসরে গেলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম আলো। প্রিয় শিক্ষকে বিদায় জানাতে ওই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা এমন ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
বিদায়ী প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম আলো ১৯৮৭সালে উপজেলার বলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। শেষ কর্মদিবসের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও বিদ্যালয় নিয়ে স্মৃতি চারণ মূলক কথা বলতে গিয়ে নিজে কাঁদলেন এবং সবাইকে কাঁদালেন।
বুধবার (১৬ জুলাই) দুপুরে বিদ্যালয় মাঠ থেকে ঘোড়ার গাড়ীতে চড়ে রানীগঞ্জ বাজারে প্রদক্ষিণ করে নিজ বাড়ি রানীগঞ্জে পৌঁছেন এ শিক্ষক। এসময় তার সাথে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা তাকে বাড়িতে পৌঁছে দেন।
এর আগে বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে পি আর এল ও অবসর গমনের নিমিত্তে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএম শাহজাহান সিদ্দিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজ জেসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াকিল, সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাত হোসেন প্রমুখ। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী বক্তব্য রাখেন। পরে বিদায়ী প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম আলো কে সম্মাননা স্মারক, মানপত্র ও উপহার সামগ্রী তার হাতে তুলে দেন আয়োজক বৃন্দ, সহপাঠীসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা

পীরগঞ্জ সঃ কলেজের HSC অনুঃ পরীক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ

ঠাকুরগাঁওয়ে  বালিয়াডাঙ্গীতে জমি বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন !

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন !

বিরলে জনসংগঠন ঐক্য পরিষদ ও আদিবাসী নারী ঐক্যজোট সেটেলমেন্ট অফিসার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে ভূমি দস্যুর দৌরাত্মে দিশেহারা বৃদ্ধ জমির উদ্দিনের পরিবার

দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

নৌকার তরে নারীকুলের আনন্দ উৎসব

চিরিরবন্দরে ব্যস্ত কামারশিল্পীরা

খাদ্যের সন্ধ্যানে ফুলবাড়ীর বাসাবাড়ীতে অবস্থান নিচ্ছে মুখপোড়া হনুমান

কৃষি জমিতে ভুট্টা চাষ এনে দিয়েছে নতুন গতি