Thursday , 31 July 2025 | [bangla_date]

ফুলবাড়ীতে ২ হাজার ইউক্যালিপ্টাস গাছের চারা ধ্বংস

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপ্টাস গাছের ২ হাজার চারা ধ্বংস করা হয়েছে। বুধবার (৩০জুলাই) দুপুর ২টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙামাটি ও এলুয়াড়ী ইউনিয়নের গণিপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব চারাগাছ ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবীদ মো. শাহানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান খান ও উপসহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন।
উল্লেখ্য, গত ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে আকাশমনি ও ইউক্যালিপ্টাস গাছের চারা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে ও জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গিকার পূরণে এ দুটি প্রজাতির গাছের চারা তৈরি, রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
এই নির্দেশনার আলোকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় দুই বোন নার্সারীতে অভিযান চালিয়ে ১হাজার ৫শ ও এলুয়াড়ী ইউনিয়নের গণিপুর এলাকায় সুধীর নার্সারীতে ৫শ ইউক্যালিপ্টাস চারা ধ্বংস করা হয়।
ইউএনও মো. ইসাহাক আলী জানান, এসব গাছের পানি শোষণক্ষমতা বেশি ও মাটিকে রুক্ষ করে তোলে। তাই দেশের জীববৈচিত্র্য রক্ষায় আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে চিনিকলের এমডিসহ দু’জনের বিরুদ্ধে আদালতে মামলা

সদর উপজেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের জরুরী সভা

ফলোআপ… ঘুষ নেওয়ার অভিযোগে রাণীশংকৈল ভূমি অফিসের নাজির বরখাস্ত

বীরগঞ্জে বামনপুকুর নাট মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন

বিশ্বব্যাংক প্রতিনিধি দলের প্রকল্পের মাঠ পরিদর্শন বিরলের ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা

সাপের পাতা খেলায় মাতলো হাজার হাজার দর্শক

হারভেস্টার মেশিন এখন কৃষকের গলার কাঁটা !

ঠাকুরগাঁওয়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পের নামে চলছে ভুয়া কর্মীনিয়োগ বাণিজ্য

সমান কাজ, পারিশ্রমিক অর্ধেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর,মজুরি বৈষম্য

নিয়োগ বাণিজ্য, অনি’য়ম ও দু’র্নীতির প্রতি’বাদে আটোয়ারীতে প্রধান শিক্ষকের বিরু’দ্ধে সংবাদ সম্মেলন