Sunday , 6 July 2025 | [bangla_date]

ফ্যাসিস্ট সরকারের দোসর যেন বিএনপিতে অন্তর্ভুক্ত হতে না পারে পঞ্চগড়ে বিএনপি নেতা ফরহাদ

বোদা,পঞ্চগড় প্রতিনিধি\বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপি সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, বিগত দিনে যারা ফ্যাসিস্ট ছিল,যারা আওয়ামী লীগ করেছেন এবং সক্রিয় কর্মী ছিলেন এবং যারা এলাকার মানুষকে নিষ্পেষিত ও নির্যাতন করেছেন এবং মামলা হামলা করেছেন সেই সঙ্গে দিনের ভোট রাতে ও ২০২৪ সালে ডামি ভোট করার সহযোগিতা করেছেন এবং ফ্যাসিবাদ কায়েম করেছেন এই সকল ব্যক্তি যেন বিএনপির সদস্য হতে না পারেন। সেজন্য তিনি দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন, গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় মানুষের কাছে গিয়ে তাদেরকে আরো ভালোবাসা দিয়ে এই দলের সম্পৃক্ত করতে হবে। বিএনপি একটি বৃহৎ এবং জনপ্রিয় দল। এই দলের পক্ষ থেকে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানে এক লক্ষ নতুন সদস্য অন্তর্ভুক্তি করা হবে বলে তিনি জানান। তিনি শুক্রবার বিকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বোদা উপজেলা ও বোদা পৌর শাখার উদ্যোগে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য অর্ন্তভুক্তি কর্মসুচির ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন। বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে বিএনপি’র প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য অর্ন্তভুক্তির উপলক্ষে আয়োজিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা,সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময়,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদ আরিফুর রহমান আরিফ, আব্দুল্লাহ আল মারুফ অন ু ও আবু বক্কর সিদ্দিক মহাব্বদ।সভায় বোদা উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি’র বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে তিনি সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে গুরুত্ব আহত– ৪

মেডিকেলে চান্স পাওয়ায় ঠাকুরগাঁওয়ের ৮ জন শিক্ষার্থীকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা মণ্ডপে মণ্ডপে চলছে রংতুলির কাজ

বিএনপি-জামায়াত একটি উশৃংখল রাজনৈতিক দল -রমেশ চন্দ্র সেন

কাহারােলে পারিবারিক কলহের কারনে স্ত্রীকে হত্যা করেছে ঘাতক স্বামী ও শাশুড়ি

ইজিবাইক চালুর দাবিতে- ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ-স্মারকলিপি

হরিপুর উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পীরগঞ্জে হরতাল বিরোধী মিছিল সমাবেশ

লিগ্যাল এইডের মাধ্যমে বিচার প্রার্থী মানুষ যেন বিচার পায় সে ব্যাপারে আরও প্রচার ও তৎপরতা বাড়াতে হবে–রেলপথ মন্ত্রী