Tuesday , 29 July 2025 | [bangla_date]

ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেয়াসহ ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ-গণসংযোগ

পঞ্চগড় প্রতিনিধি\ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেয়া, ভারতীয় আধিপত্যবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন জাগপা জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, সহসভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, সদর উপজেলার জাগপা সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুব জাগপার আহবায়ক কামরুজ্জামান কুয়েত, সদস্য সচিব মোকছেদুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে নানাভাবে ষড়যন্ত্র করছে। জুলাই-আগস্ট বিপ্লব পরবর্তী তিন শতাধিক আন্দোলনে নেপথ্যে ষড়যন্ত্র ছিলো ভারতের। তাই অবিলম্বে ভারতীয় ষড়যন্ত্র বন্ধ করাসহ শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের দাবি জানান তারা। একই সাথে শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার প্রতিবাদ ও তাকে ফেরত দেয়ার দাবিতে ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান তারা। পরে তারা জেলা শহরের সিনেমা রোড, চৌরঙ্গী মোড়, আদালত চত্বর, তেঁতুলিয়া রোডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও