Thursday , 31 July 2025 | [bangla_date]

বাকপ্রতিবন্ধী ভাই-বোনকে খাদ্য সামগ্রী দিল বসুন্ধরা শুভ সংঘ

হাকিমপুরে (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের হাকিমপুরে হিলিতে বাকপ্রতিবন্ধী ভাই-বোন সেলিম হোসেন ও রুমানা খাতুনকে খাদ্য সামগ্রী দিল বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর উপজেলা শাখার সদস্যরা। বুধবার (৩০জুলাই) বেলা সাড়ে ১১ টায় বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর হিলি শাখার আয়োজনে পৌর শহরের ১ নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামে বাকপ্রতিবন্ধী ভাই-বোনের মায়ের হাতে খাদ্য সামগ্রীগুলো তুলে দেন।
এসময় সেখানে দৈনিক কালের কণ্ঠের হিলি প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার উপদেষ্টা গোলাম মোস্তাফিজার রহমান মিলন,বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সহ-সভাপতি নাহিদ, মুজাহিদ প্রধান মাসুম,সাধারণ সম্পাদক মোছা. খাদিজা আক্তার জুই,সহ-সাংগঠনিক সম্পাদক রীতি রানী সূত্রধর,নারী বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা আঞ্জু।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ১০ কেজি চাল, ২ লিটার সায়াবিন তেল পেঁয়াজ, রসুন, কাচা মরিচ,হলুদ,ঝালের গুড়া,আদা,লাউ, পটলসহ বিভিন্ন সামগ্রী।
প্রতিবন্ধী ছেলে মেয়ের বৃদ্ধা মা মোছা: খালেদা বেগম বলেন, আমার দুই প্রতিবন্ধী ছেলে-মেয়েকে একটু ভালো মন্দ খাওয়ার জন্য এবং নিজস্ব একটু বাসস্থানের ব্যবস্থা করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে কিছুই পায়নি। আমার স্বামী বৃদ্ধ মানুষ তেমন কোন কাজ করতে পারে না। তাই ছেলে-মেয়েকে তেমন ভালো মন্দ খাওয়াতে পারি না। আমাদের নিজস্ব জায়গা জমি নেই। অন্যের কাছে একটি ঘর চার শত টাকা মাস দিয়ে ভাড়া নিয়েছি। আমাদের মৃত্যুর পর আমাদের মত অসহায়ের দুই প্রতিবন্ধী ছেলে-মেয়ের কি হবে। সেই চিন্তায় রাতে ঘুম হয় না। আজকে বসুন্ধরা শুভ সংঘ আমাদের মত অসহায়দের যে অনুদান দিল, তা আজ কত দিন পর যে আমার ছেলে-মেয়েকে ভালো মন্দ খাওয়াতে পারিবো তা উপর আল্লাহ জানেন। এসময় কথা বলতে বলতে বৃদ্ধা মা কান্নায় ভেঙ্গে পড়েন। আমি মহান আল্লাহপাকের দরবারে সকলের জন্য দোয়া করি যেন সকলকে ভালো রাখেন।
প্রতিবন্ধী ছেলে মেয়ের বৃদ্ধ বাবা শাহাজান আলী বলেন,আমার নিজের এক সুত পরিমান কোন জায়গা-জমি নেই,অন্যের জায়গায় ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভাড়া থাকি। আমি অচল মানুষ তেমন কোন কাজকর্ম করতে পারি না। আমি ঘটকালি করে সারাদিনে দুই থেকে চার শত টাকা কোন দিন পাই সেটা দিয়ে চলি। সেই টাকা দিয়ে ছেলে-মেয়ের খাবার কিনতেই শেষ হয়। বাড়তি কোন আয় হয় না। আমার অল্প আয় দিয়ে স্ত্রী, ও প্রতিবন্ধী ছেলে ও মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে কোন রকম দিন পার করি। ঈদ পর্বে ছেলে-মেয়েকে কিছু কিনে দিতে পারি না। এমন কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন বৃদ্ধ শাহাজান আলী। কান্না কন্ঠে তিনি বলেন,আমারও তো এক সময় মারা যাবো। তখন আমার প্রতিবন্ধী ছেলে-মেয়ের কি হবে। আমার তো কোন জমি নেই যে সেখানে ঘর করে দিব। আমি আমার। অসহায় ছেলে-মেয়েদের জন্য একটি ঘরে জন্য অনেকের কাছে গিয়েছি কিন্ত কোন লাভ হয়নি। আমি প্রতিবন্ধী ছেলে-মেয়েকে নিয়ে কত কষ্ট করে খেয়ে না খেয়ে থাকি তা উপর আল্লাহ জানেন। আজকে বসুন্ধরা শুভ সংঘের পক্ষ যে খাদ্য সামগ্রী পেলাম তা দিয়ে আমার ছেলে মেয়েকে পেট ভরে খাওয়াতে পারিবো। আগে এমন খাদ্য সামগ্রী কোথা থেকে পায়নি। আমি কখনো কল্পনায় করতে পারিনি জীবনে এক সঙ্গে এতগুলো খাদ্য সামগ্রী পাবো। আমার মত এমন অসহায় জীবন যেনো কারো না হয়। যদি কোন হৃদয়বান ব্যক্তি আমাদের একটি ঘরের ব্যবস্থা করে দিত তাহলে আমি মরে গেলেও আমার সন্তারা তাদের নিজস্ব জায়গায় থাকতে পারবে। তাহলে আমি মরে গিয়েও শান্তি পাইতাম। বৃদ্ধ কান্না কন্ঠে বলেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বসুন্ধরা শুভ সংঘের সকলের জন্য দোয়া করিবো। মহান আল্লাহপাক সকলকে যেন ভালো রাখেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ বাবা।
ফরহাদ হোসেন বলেন,আমি তাদের জীবনের করুন অবস্থা দেখে বসুন্ধরা শুভ সংঘের সিনিয়র সহসভাপতি মোস্তাকিন হোসেনকে বিষয়টি বলি। তখন তিনি আমাকে আস্বস্ত করেন যে বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দেওয়া হবে। গতকাল মঙ্গলবার রাতে আমাকে ফোন করে বলেন, ঘর বাড়ি নেই ওই প্রতিবন্ধী পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হবে। এমন কথা শুনে আমার ভিতরে কান্না চলে আসে। আমি কল্পনায় করতে পারিনি যে এতগুলো খাদ্য সামগ্রী দিবে বসুন্ধরা শুভ সংঘ। এমন এক জন অসহায় পরিবারের পাশে বসুন্ধরা শুভ সংঘ দাড়িয়েছে তাদের সকলের জন্য আমি মহান আল্লাহপাকের দরবারে দোয়া করি। বসুন্ধরা পরিবারের সকলকে মহান আল্লাহ পাক সুস্থ্য রাখেন। এমন মহাতি কাজ করার জন্য আমি বসুন্ধরা পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঈদ উপলক্ষে হিলিতে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

দিনাজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

দিনাজপুর শেখ রাসেল স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট‘র ট্রাইবেকারে রাজু একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার বিজয়ী

বীরগঞ্জে মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হল ভারতীয় ট্রাক

কাহারোলে দুঃস্থ ও অসহায় শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র

বিরল পৌরসভার বাজেট ঘোষনা

হরিপুরে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

বীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানের জরিমানা আদায়

বীরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা- শিশু নিহত