বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ মিল রোডে ২৫ জুলাই আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় দিনাজপুর আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল মাদানী জুম্মার নামাজের খুদবা পেশ করার মাধ্যমে মসজিদের শুভ উদ্বোধন করেন। খুদবা শেষে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রি অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর -২ বিরল বোচাগঞ্জ আসন হতে ২০১৮ সালে বিএনপির এমপি মনোনয়ন প্রাপ্ত বিএনপি নেতা আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, মসজিদ কমিটির সভাপতি মোঃ হামিদার রহমান প্রমুখ। উদ্বোধনী দিনে উক্ত মসজিদে সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আবুল বাশার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে শাহনেওয়াজ পারভেজ সাহান, ওয়াক্কাস কাঞ্চন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ আব্দুস সাত্তার, সদস্য সচিব মোঃ শামসুল আলমসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং শত শত ধর্মপ্রাণ মুসুল্লি জুম্মার সালাত আদায় করেন।