মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ দিনাজপুর থেকে!!দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলাধীন সেতাবগঞ্জ পৌরসভার ১নং-ওয়ার্ল্ড বড়রা গ্রামের বসবাসকারী শুধু মোহাম্মদ ২৯ জুলাই মঙ্গলবার তার মাদকসেবী পুত্র মোঃ সুলতান (৩৮)কে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। পরবর্তীতে থানা পুলিশ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক সেবী সুলতান কে ৪মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করেছে। উল্লেখ থাকে যে, মাদকের করাল গ্যাসে দিন দিন নিষ্পেষিত হয়ে যাচ্ছে যুব সমাজ। কোন ভাবেই মাদককে থামানো যাচ্ছে না। মাদকের ছোবলে নষ্ট হয়ে যাচ্ছে আদরের সন্তান। আমরা কি? আগামী প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারবো?। আমাদের পারতেই হবে। শুধু মোহাম্মদ যেমন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বুকে পাথর চাপা দিয়ে মাদক সেবী সন্তানকে আইনের হাতে সোপর্দ করেছে, ঠিক তেমনি ভাবে অন্যান্য পিতারাও যদি তাদের অবাধ্য মাদক সেবী পুত্রকে আইনের হাতে সোপর্দ করে তাহলে হয়তো আমরা আগামী প্রজন্মকে রক্ষা করতে পারবো।