Thursday , 24 July 2025 | [bangla_date]

বড়পুকুরিয়া খনিতে আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবী ১০ দিনের মধ্যে দাবী না মানলে রাজপথ-রেলপথ অবরোধের হুশিয়ারী

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি ২৭৬ জন আউটসোর্সিং কর্মচারী তাদের চাকুরী স্থায়ী করণে ১০ দিন সময় বেঁধে দিয়েছে খনি কর্তৃপক্ষকে। এর মধ্যে স্থায়ী নিয়োগ সম্পন্ন না হলে রাজপথ রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন তারা।
বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় খনির প্রধান গেটের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হুশিয়ারী দেন বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেড এর আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বড়পুকুরিয়া কয়লাখনি নিজস্ব জনবল কাঠামো দ্বারা পরিচালিত স্বায়ত্তশাসিত একটি লাভ জনক প্রতিষ্ঠান। খনির শুরু থেকে মাষ্টাররোল, ক্যাজুয়েল হিসেবে ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত নিয়োগকৃত শ্রমিকদেরকে স্থায়ী নিয়োগ দেয়ার কথা দিয়েছিলো কর্তৃপক্ষ। পরবর্তীতে স্থায়ী নিয়োগ না দিয়ে তাদেরকে আউটসোর্সিংয়ের মাধ্যমে বেতন ভাতা দেয়া শুরু করে। বর্তমানে এই জনবলের সংখ্যা ২৭৬জন। এর মাঝে ২০০৮ সালে কিছু কর্মচারী স্থায়ী নিয়োগ হলেও ২০০৯ থেকে ২০২৫ পর্যন্ত কোন কর্মচারীকে স্থায়ী নিয়োগ দেয়া হয়নি। অথচ এই সময়ে ৪ বার কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। বর্তমানে ১৫৪ জন স্থায়ী কর্মকর্তা থাকলেও কর্মচারী রয়েছেন মাত্র ২২ জন।
তিনি আরও বলেন, খনির জনবল কাঠামো অনুযায়ী ২হাজার ৬৭৪ জনবল কাজ করার কথা থাকলেও ২০১৬ সালে কাঠামো সংশোধন করে জনবলের সংখ্যা ৯১২ জন করা হয়। খনির স্থায়ী কর্মকর্তা কর্মচারীরা প্রোফিট বোনাস, ফেস বোনাস, ঈদ বোনাস, ইনসেন্টিভ বোনাস, ইনক্রিমেন্ট বোনাস, মাইনিং ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, লান্স সাবসিটি, শ্রান্ত বিনোদন ভাতা পেলেও আউটসোর্সিং এ কর্মরত ২৭৬জন কর্মচারী স্থায়ী না হওয়ার কারনে তাদের ভাগ্যে জুটেনা এসবের কিছুই।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেও কোন সুরাহা করতে পারিনি। দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে আমাদের ধৈর্যের বাধ ভেঙে গেছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে স্থায়ী নিয়োগ না দিলে রাজপথ রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচী দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, কামরুজ্জামান, রবিউল ইসলাম, মেনহাজুল ইসলাম, আলমগীর হোসেন, হেলাল উদ্দিনসহ আউটসোর্সিংয়ে কর্মরত কর্মচারীরা। সংবাদ সম্মেলন শেষে বিক্ষুব্ধ কর্মচারীরা খনির প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফছার আলীর মায়ের দাফন সম্পন্ন

শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে যে কোন দুর্যোগে বাংলাদেশ কম ক্ষতিগ্রস্ত হয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আশুড়ার বিলের আঁকাবাঁকা দৃষ্টি নন্দন কাঠের সেতুতে উপচে পড়া ভীড়

জিয়াউর রহমান জিয়াসহ সহযোগিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

১৮ বছর পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ

আটক পাঁচ জুয়াড়ুকে ১০দিন করে কা-রাদ-ন্ড

আকরামকে অন্যায়ভাবে নির্যাতন করে হত্যা করেছে পুলিশ – মির্জা ফখরুল

১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

শেখ হাসিনার নেতৃত্বে এদশটাকে উন্নত দেশে পরিনত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি—রমেশ চন্দ্র সেন এমপি

রাণীশংকৈলের নির্যাতন মামলার মূল আসামি করিমুল গ্রেফতার