Tuesday , 22 July 2025 | [bangla_date]

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট বন্ধ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তিনটি ইউনিটের মধ্যে সোমবার (২১ জুলাই) সন্ধ্যা থেকে যান্ত্রিক ত্রæটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়; যা থেকে প্রতিদিন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
এর আগে ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কারকাজের জন্য বন্ধ রয়েছে। শুধু ১ নম্বর ইউনিটটি চালু রয়েছে। যা ১২৫ মেগাওয়াট ক্ষমতার হলেও উৎপাদিত হয় মাত্র ৬০-৬৫ মেগাওয়াট।
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, সোমবার সকাল থেকে বিদ্যুৎকেন্দ্রটির ৩ নম্বর ইউনিটটিতে যান্ত্রিক ত্রæটি দেখা দেয়। এর পর থেকে বিশেষজ্ঞ দল ইউনিটটির মেরামতের জন্য দিনব্যাপী চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাত সাড়ে ৮টার দিকে চালু করার চেষ্টা করলে পুনরায় বন্ধ হয়ে যায়। বর্তমানে ইউনিটটি মেরামতের কাজ চলমান রয়েছে। শুধু ১ নম্বর ইউনিটটি চালু রয়েছে। তবে এ সমস্যা সাময়িক।
ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ (নেসকো) আবাসিক প্রকৌশলী দেলওয়ার হোসেন জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র ট্রিপ করার সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের সব গ্রিড ট্রিপ করে যায়। বর্তমানে ফুলবাড়ী দপ্তরের ৩৩ কেভি চালু রয়েছে। তবে চাহিদার তুলনায় লোড বরাদ্দ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে। লোড বরাদ্দ স্বাভাবিক হলে এই দপ্তরের সব এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
এ ব্যাপারে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, যান্ত্রিক ত্রæপির কারনে সাময়িক বন্ধ আছে ৩নং ইউনিটটি। তবে কাজ চলছে যে কোন সময় চালু করা যাবে। এ কারণে একটু লোডশেডিং হতে পারে। ১নং ইউনিটটি চালু রয়েছে এবং ২নং ইউনিটটি সংস্কার কাজের জন্য ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে উত্তেজক সিরাপ, নকল বিড়ি ও কীটনাশক জব্দ করে ধ্বংশ এবং জরিমানা আদায়

হরিপুরে প্রতিবন্ধী শিশু কেয়ামনি হুইল চেয়ার পেয়ে আনন্দিত

রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে শহিদী মার্চ উপলক্ষে দোয়া মাহফিল

বিরল ও বোচাগঞ্জে জনসমাবেশ অনুষ্ঠিত

বিরল ও বোচাগঞ্জে জনসমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরে প্রমিলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রংপুর ও রানার্স আপ দিনাজপুর

ঠাকুরগাঁওয়ে ইএসডিও প্রসপারিটি (ক্ষুদ্র -নৃগোষ্ঠি) প্রকল্পের ভ্যান বিতরন

ঈদুল ফিতরে ৮ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীর কার্যক্রম

ঠাকুরগাঁওয়ে গড়েয়া হাটে জমে উঠেছে সুপারির ব্যবসা !

অভিনেতা মাসুম আজিজ আর নেই