মোঃশামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি!দিনাজপুর জেলাধীন সেতাবগঞ্জ পৌর শহর লেবার লাইন পাড়ার বসবাসকারী মোঃ আজমর হোসেন এর স্ত্রী মোছাঃ রেজিনা আকতার (৩৯) ২৬ জুলাই শনিবার দিবাগত গভীর রাতে নিজ বাড়িতে বিষ পান করে আত্মহত্যা করেছে। খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ রাতেই লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ থানায় নিয়ে আসে। রবিবার সকালে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, প্রায় সময় স্বামী স্ত্রীর মাঝে ঝড়রা ঝাটি লেগে থাকত। সেই মনোমালিন্যের কারণেই স্বামীর উপর অভিমান করে রেজিনা বিষ পান করে আত্মহত্যা করেছে।
















