চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে ৬দিনব্যাপি ৪৩০তম স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন হয়েছে। গত ২৭ জুলাই রবিবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আয়োজনে দশমাইল আঞ্চলিক কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে বাংলাদেশ স্কাউটস প্রশিক্ষণ বিভাগের পরিচালনায় কোর্সের আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ) বিনয় কুমার রায় এলটির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও সনদপত্র প্রদান করেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের কোষাধ্যক্ষ আরিফ হোসেন চৌধুরী এলটি।
এসময় বিশেষ অতিথি হিসেবে স্কাউট এর সহকারি পরিচালক মো. সৈকত হোসেন এএলটি, দিনাজপুর অঞ্চলের স্কাউট সম্পাদক মো. আবু সাঈদ এএলটি, প্রশিক্ষক দিপংকর বিশ্বাস এএলটি, জাকিরুল হক চৌধুরী এএলটি, জামিরুল ইসলাম সিএলটি, ওয়ালিদ হোসেন খাঁন সিএলটি, কণা রাণী গুহ সিএলটি প্রমূখ বক্তব্য রাখেন।
কোর্সে দিনাজপুর স্কাউটস অঞ্চলের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন স্কাউট গ্রæপের ৪৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে কোর্সটি সম্পন্ন করেন।