Sunday , 13 July 2025 | [bangla_date]

হাবিপ্রবিতে হলিল্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

দিনাজপুর হলিল্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একত্রিত হয়ে মিলিত হওয়ার ঘটনা ঘটেছে। এটি সাধারণত হলিল্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী বা মিলনমেলা হিসেবে আয়োজন করা হয়।
শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিলিত হয় দিনাজপুর হলিল্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এ সময় পুরনো বন্ধু-বান্ধবী ও কলেজ জীবনের সিনিয়র-জুনিয়রদের কাছে পেয়ে আবেগ আপ্লæত হয়ে পড়েন অনেকে। হলিল্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, কলেজ জীবন মাত্র দুই বছরের। ওই সময়টাতে সব কিছু রঙিন ছিল। কলেজ জীবন উপভোগ করার জন্য সময়টা খুবই কম, তারপরও সেই সময়ের বেশ কিছু মধুর স্মৃতি মনকে এখনো নাড়া দেয়।
অনুষ্ঠানে দিনাজপুর হলিল্যান্ড কলেজ জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র কৃষি অনুষদের ২৩ ব্যাচের শিক্ষার্থী রাকিবুল হাসান, সিভিল ইঞ্জিনিয়ারিং ২৫ ব্যাচের রুবেল রানা, রসায়ন অনুষদের ২৪ ব্যাচের বিপি রাণী, কৃষি অনুষদের ২৪ ব্যাচের আসমা তাবাস্সুম উর্মি, অর্থনীতি অনুষদের ২২ ব্যাচের আসমা উল হুসনা প্রাপ্তি, ইংরেজী অনুষদের ২৫ ব্যাচের শেখ রাইসা ইসলাম, সিএসসি ২১ ব্যাচের ফাতেমা রিফাত জাবিন, গণিত অনুষদের ২৫ ব্যাচের জান্নাতুন ফেরদৌস, ফিসারিজ অনুষদের ২৫ ব্যাচের মোহনা রানী দাস, হিসাব রক্ষণ অনুষদের ২৪ ব্যাচের আতিকা লাভিয়া ইয়াসমিন, পরিসংখ্যান অনুষদের ২১ ব্যাচের আল তানিন শাহ্রিয়ার, কৃষি অনুষদের ২১ ব্যাচের মো. সফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর হলিল্যান্ড কলেজের উপাধ্যক্ষ ইকবাল কবির মোগল, হিসাব বিজ্ঞান বিভাগেহর প্রভাষক মো. সিহাব তানভির, বাংলা বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম সুবিদ ও রসায়ন বিভাগের প্রভাষক ফজলুল হক ফারুক।
উল্লেখ্য, দিনাজপুর হলিল্যান্ড কলেজের প্রাক্তন শতাধিক ছাত্র-ছাত্রী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদে অধ্যায়নরত রয়েছে। এই মিলনমেলা দিনাজপুর হলিল্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং তাদের বন্ধন অটুট রাখতে অনুপ্রাণিত করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরে করোনায় দুই নারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে স্নাতকোত্তর পাসের স্বপ্ন ৫০ বছরে পূরণ করলেন আব্বাস আলী

কাহারোলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আটোয়ারীতে ৫ দফা দাবিতে জামায়াতে  ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আটোয়ারীতে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের জামায়াত নেতার মৃত্যু

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবারের সদস্যদের ক্ষুদ্র ব্যবসার সামগ্রী বিতরণ

বীরগঞ্জ পৌর নির্বাচনে মাঠ দাপাচেছন নৌকা প্রতীক প্রত্যাশী শামীম ফিরোজ আলম

বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে খানসামায় বিএনপির লিফলেট বিতরণ

আপনারা ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেন —- সাবেক এমপি ইমদাদুল হক