Wednesday , 16 July 2025 | [bangla_date]

১১ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট, চরম ভোগান্তিতে খানসামার মানুষ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ মাস ধরে জলাতঙ্ক রোগ প্রতিরোধে ব্যবহৃত র‌্যাবিস ভ্যাকসিনের চরম সংকট চলছে। এতে কুকুর, বিড়াল, শিয়াল কিংবা বন্য প্রাণীর কামড়ে আহত রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে। বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ ব্যয়ে বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে, যা সবসময় সহজলভ্য নয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত কুকুর বা অন্যান্য প্রাণীর কামড়ে আহত হয়ে হাসপাতালে সেবা নিতে এসেছেন ১০২ জন। গত বছর এই সংখ্যা ছিল ১৫৬-এর বেশি। এত রোগী সত্তে¡ও ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। ফলে আক্রান্তদের বাইরে থেকে ভ্যাকসিন ও ওষুধ কিনতে হচ্ছে।
নলবাড়ী গ্রামের ভুক্তভোগী সামসুল আলম বলেন, “ছেলেকে কুকুরে কামড় দেওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে জানানো হয় জলাতঙ্ক ভ্যাকসিন নেই, বাইরে থেকে কিনে আনতে হবে। কিন্তু বাইরে থেকেও অনেক সময় ভ্যাকসিন পাওয়া যায় না। এতে বাড়তি টাকাও গুনতে হয়, আর দুশ্চিন্তায় থাকি।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, “আমরা একাধিকবার ভ্যাকসিনের চাহিদা পাঠিয়েছি। কিন্তু এখনো কোনো ভ্যাকসিন সরবরাহ পাইনি।”
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, “বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রæত সমস্যার সমাধান করা হবে। সাময়িক এ সংকট মেটাতে প্রয়োজনে উপজেলা পরিষদ থেকে সহযোগিতা করা যায় কিনা, তা বিবেচনা করা হচ্ছে। আগামি উপজেলা পরিষদের সভায় বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হবে।”
স্থানীয়দের অভিযোগ, জলাতঙ্ক রোগ প্রাণঘাতী হওয়ায় এ টিকার দীর্ঘদিনের সংকট কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে টিকা সরবরাহ করে জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
চিরিরবন্দরে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত  করে হত্যা চেষ্টার অভিযোগে মামলা

চিরিরবন্দরে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগে মামলা

পীরগঞ্জে সাওতাঁল জনগোষ্ঠীর মাঝে ভেঁড়া বিতরণ

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের বীরগঞ্জে সংবর্ধনা ও সম্মাননা প্রদান

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

ঠাকুরগাঁওয়ে গ্লোবাল টেলিভিশনের কলাকুশলীদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ।

হরিপুরের সেই এতিম অসহায় শিশু মিজানকে ভ্যানগাড়ি কিনে দিলেন উপজেলা চেয়ারম্যান মুকুল

দিনাজপুরে শুভসংঘের স্বেচ্ছাসেবী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পীরগঞ্জে বজ্রপাতে একজন নিহত

পীরগঞ্জে বজ্রপাতে একজন নিহত

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের বই বিতরণ

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে মহেন্দ্র চালকের মৃত্যু