Thursday , 28 August 2025 | [bangla_date]

দিনাজপুরের জীবনমহল বিনোদন পার্কে ভাঙচুর অগ্নিসংযোগ

দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুরের বিরলে জীবন মহল বিনোদন পার্কে ইসলাম বিরোধী ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ এনে তৌহিদি জনতা বিক্ষোভ সমাবেশ করলে বিনোদন পার্কে আগে থেকে অবস্থান নেওয়া লোকজনের সংঘে সংঘর্ষ বাধেঁ। এসময় দুই পক্ষের ধাওয়া পাণ্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপে আহত হয় ২০ জন। বিদ্ধুদ্ধ জনতা জীবন মহলের ভিতরে ঢুকে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় তার সত্বাধিকারী আনোয়ার হোসেন জীবনকে গ্রেফতারের দাবীসহ জীবন মহল পার্ক বন্ধের দাবী জানানো হয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার ও জেলা প্রশাসক বলেন, বিনোদন পার্কে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ পাওয়ার পর আইনী পদক্ষেপ এবং ভাংচুরের ঘটনা তদন্ত করা হবে।

দিনাজপুর বিরলে জীবন মহল পার্কে বিনোদনকেন্দ্রর নামে আনোয়ার হোসেন জীবন চৌধুরীর ধর্মবিরোধী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে তৌহিদি জনতার ব্যানারে বৃহস্পতিবার দুপুর ২টা দিনাজপুর শহরের জেল রোডস্থ ইনস্টিটিউট প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিল করে জীবন মহলে উপস্থিত হয়।

এর আগে দুপুর ২-৩০ মিনিটে জীবন চৌধুরীর পক্ষে এলাকার নারী পুরুষ জীবন মহল গেটে অবস্থান নেয়। এসময় উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া চলে । ইট পাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষে ২০ জন আহত ।

পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

এর আগে বিক্ষুদ্ধ জনতা জীবন মহলে ঢুকে দরবার শরীফসহ বিভিন্ন স্থাপনা ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়।

এদিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন গত ১৬ আগষ্ট জীবন মহল পার্কে অনৈতিক কর্মকান্ডে ৭ জনকে আটক এবং অর্থ জরিমানা করা হয়।

জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে সুষ্ট সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে পুকুরে পরে ভাই-বোনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে রাসায়নিক উপকরণের অভাবে ১ বছর ধরে অকেজো রক্ত পরীক্ষার মেশিন !

হাবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা  মুজিব-এঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন

হাবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব-এঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন

দিনাজপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নতুন কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

দিনাজপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ’ শুরু

করোনার ভয়ে ভারত ছেড়ে দলে দলে পালাচ্ছেন ধনীরা

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান–আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

‘মাদকে না বলি’ এই শ্লোগান নিয়ে সচেতনতামুলক সভা শুভসংঘের

ঠাকুরগাঁওয়ে মহান শহিদ দিবস উদযাপিত

তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে —-হুইপ ইকবালুর রহিম এমপি