দিনাজপুরে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে আটক পাঁচ জুয়াড়ুকে ১০দিন করে কারাদন্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শহরের লালবাগের আমবাগানে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে পাঁচ জুয়াড়ুকে জুয়া খেলার সময় আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন-মোঃ সেলিম (৪৮), আনোয়ার হোসেন (৫২),মনুয়ার (২৮),আতিয়ার (৩৫) এবং রিহাদ (২৭)।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতান।
জানা যায়, দিনাজপুর শহরের লালবাগ গোরস্থানের পাশে আমবাগানে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় পাঁচ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ১০হাজার ২৮৫ টাকা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ও একটি বাটন ফোন জব্দ করা হয়।পরে তাদেরকে ভ্রম্যমান আদালতের বিচারক প্রকাশ্যে জুয়া খেরার অপরাধে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদÐ প্রদান করেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতান বলেন, জনসাধারণের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরেই আমবাগান এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর বসিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছিল। এই অভিযোগের প্রেক্ষিতে আজকের অভিযান পারচালনা করা হয়।