Wednesday , 13 August 2025 | [bangla_date]

আটোয়ারীতে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আওতায় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে মঙ্গলবার ( ১২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ০১ সেপ্টেম্বর ২০২৫ হতে ০৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে ইউনিয়ন পযায়ে প্রতিযোগিতা সম্পন্ন করে ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ফলাফল সহ প্রতিযোগিতায় বিজয়ীদের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা কমিটির কাছে জমা দিতে হবে। ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতার ভেন্যু নির্ধারণ করা হয়েছে, মির্জাপুর ইউনিয়নের জন্য- মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠ, তোড়িয়া ইউনিয়নের জন্য- তোড়িয়া উচ্চ বিদ্যালয়, আলোয়াখোয়া ইউনিয়নের জন্য- আলোয়াখোয়া তফশীলি স্কুল এন্ড কলেজ, রাধানগর ইউনিয়নের জন্য- বড়দাপ উচ্চ বিদ্যালয়, বলরামপুর ইউনিয়নের জন্য- বলরামপুর উচ্চ বিদ্যালয় এবং ধামোর ইউনিয়নের প্রতিযোগিদের জন্য- ধামোর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ।
উপজেলা পর্যায়ে ৮ সেপ্টেম্বর হতে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ পুকুরে সকল প্রকার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় বিজয়ীদের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র ১১ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুত করতে হবে। মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, এ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ৩২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ জন প্রতিযোগি বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উপজেলা পর্যায়ে যারা বিজয়ী হবে-তারা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও শপথ পাঠ

পীরগঞ্জে মানব কল্যাণ পরিষদ, এম কে পি আয়োজনে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত।।

বিরলে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা

৩ দফা দাবীতে পার্বতীপুরের ট্যাংলরী মালিক গ্রুপ ও শ্রমিকদের পরিবহন ধর্মঘট তেল উত্তোলন বন্ধ

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাংচুরের ঘটনায় সন্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ

দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের   প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একদিনে এক কোটি দিকাদান কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্রমিকদের ঘাম ঝড়া শ্রমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে —দিনাজপুরে সাবেক মন্ত্রী শাজাহান খাঁন এমপি

বীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার গাছের চারা বিতরণ

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কর্মী সভা