Sunday , 31 August 2025 | [bangla_date]

আটোয়ারীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ বাংলাদেশ পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে পঞ্চগড়ের আটোয়ারীতে ‘ ওপেন হাউজ ডে ’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩০ আগস্ট) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ চত্বরে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল) এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী, আটোয়ারী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন, রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন,জামায়াতে ইসলামী, রাধানগর ইউনিয়ন শাখার সভাপতি গোলাম মুর্শেদ (যাদু), জাতীয় যুবশক্তি,পঞ্চগড় জেলা শাখার আহবায়ক মোঃ আবু কায়েস বাবু , জাগপা, উপজেলা সেক্রেটারী বজলুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “ পুলিশ জনগণের শত্রæ নয়,বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন, সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করে যাচ্ছে ”। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীর ব্যাপারে তথ্য দিতে জনগণের প্রতি আহবান জানাচ্ছি। এছাড়াও জুয়া,নারীর প্রতি সহিংসতা ও শিশুদের সুরক্ষা ইত্যাদি বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার সমাজে আইন-শৃঙ্খলা রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আটোয়ারী থানার অন্যান্য পুলিশ অফিসারসহ কনোস্টেবলগণ,জনপ্রতিনিধি,শিক্ষক,রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কলা খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

হরিপুরে পালিত হলো পুলিশ সপ্তাহ ২০২২

পার্বতীপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিমের বাড়ীতে বর্বরচিত হামলা

দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে এবার পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দু’টিই কমেছে.পাশের হার ৭৬.৮৭ শতাংশ

ঈদুল ফিতরে ৮ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীর কার্যক্রম

হরিপুরে ৩৫০ পিস টেপেন্ডাডলসহ মাদক কারবারি আটক

বীরগঞ্জে এক দিনব্যাপী উত্তম কৃষি চর্চা শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

দর্শক ছাড়াই আবারো শুটিং রাণীশংকৈলে-ইত্যাদি অনুষ্ঠানে ভাঙচুর শুটিং স্থগিত

বীরগঞ্জে আদালতের নির্দেশে ঘরবাড়ি উচ্ছেদ, বসতবাড়ি হারিয়ে ৬টি পরিবার খোলা আকাশের নিচে

কাহারোলে বিএনপির নেতা ও শিল্পপতি মুনজুরুল ইসলাম মঞ্জু’র শীতবস্ত্র বিতরণ