Sunday , 31 August 2025 | [bangla_date]

আটোয়ারীতে সরকারি সার বিক্রিতে অনিয়ম, ৮০ হাজার টাকা জরিমানা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি বরাদ্দকৃত সার বিক্রয়ে অনিয়মের অভিযোগে ‘মেসার্স সহিদুল ট্রেডার্স’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী গিয়াস উদ্দীন (গিলাসু) সার ডিলারের ম্যানেজারকে ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার( ২৮ আগস্ট) বিকেলে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া লক্ষীথান বাজারে ‘মেসার্স সহিদুল ট্রেডার্স ’এর সার ডিলার গিয়াস উদ্দীন (গিলাসু)’র দোকান হতে একটি ভ্যানে করে ২০ বস্তা এমওপি ( মিউরেট অব পটাশ) সার পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে সারসহ ভ্যানটিকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, এসআই জহুরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সহ অভিযানকারী দল ‘মেসার্স সহিদুল ট্রেডার্স ’এর ম্যানেজারকে সার পাচরের বিষয়টি জিজ্ঞাসাবাদ করেন। ম্যানেজার মোঃ নজরুল ইসলাম সার পাচারের বিষয়ে সন্তেষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাৎক্ষনিক ওই ২০ বস্তা এমওপি সার জব্দ সহ ম্যানেজার নজরুল ইসলামকে আটক করেন। রাসায়নিক সার সরাসরি কৃষকের কাছে বিক্রি না করে অসদুপায় অবলম্বনের মাধ্যমে বিক্রি করা এবং সার বিক্রয় রেজিস্টার যাচাই করে বিভিন্ন অসংগতির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ম্যানেজার নজরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা এবং সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১) ধারা মোতাবেক ৩০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। পরবর্তীতে ওই দিন সন্ধায় জরিমানা আদায় শেষে নজরুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, ম্যানেজার মোঃ নজরুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের মৃত রহিম উদ্দীনের ছেলে। সার ডিলার গিয়াস উদ্দীন গিলাসু ও ম্যানেজার নজরুল ইসলাম পরস্পর শ্বশুর-জামাই। ইউএনও মোঃ আরিফুজ্জামান বলেন, ডিলারের লাইসেন্স ব্যাপারে উপজেলা কৃষি অফিসারকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু \ ছবি তুলতে বাঁধা

বীরগঞ্জে গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ক সচেতনতামূলক সেমিনার

চিরিরবন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিপোর্ট করলে অফিসে পাওয়া যাবে!

ঠাকুরগাঁওয়ে দুই ছেলের মারধরে প্রাণ গেল বাবার

নিউইয়র্কে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি নির্বাচিত হওয়ায়

পঞ্চগড়ের চা এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে -চা বোর্ডের চেয়ারম্যান

আটোয়ারী উপজেলা প্রশাসন র্কতৃক আবারো ৪৪ শতাংশ খাস জমি উদ্ধার

রাণীশংকৈলে ওসি পরিচয়ে চাঁদাবাজির ১ মাস উদঘাটন হয়নি আসল রহস্য

বীরগঞ্জ পৌরবাসীর সেবক হতে চাই – মেয়র মোশারফ হোসেন

মহিলা পরিষদের উদ্যোগে কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালিত