Friday , 1 August 2025 | [bangla_date]

আটোয়ারী উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি’র বিদায় সংবর্ধনা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমিকে পদোন্নতিজনিত বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। অফিসার্স ক্লাবের আয়োজনে বুধবার ( ৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং বিদায়ী মৎস্য কর্মকর্তার স্মৃতিচারণমূলক স্বাগত বক্তব্য রাখেন। বিদায়ী মৎস্য কর্মকর্তার স্মৃতিচারণ সহ নিজস্ব অনুভুতি ব্যক্ত করে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল প্রমুখ। বক্তারা বলেন, বিদায়ী উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মনীরা সুমি একজন দক্ষ কর্মী, তিনি কাজের প্রতি আন্তরিক। তিনি সকল মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে আন্তরিকভবে সুন্দর আচরণের মাধ্যমে সেবা দিয়েছেন।
বিদায়ী মৎস্য কর্মকর্তা আবেগাপ্লুত হয়ে বলেন, আটোয়ারীতে মৎস্য সম্পদ উন্নয়নের চেষ্টা করেছি। দায়িত্ব পালনে অনেকেই সহযোগিতা করেছেন, সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞ। পরবর্তী কর্মস্থলে যেন আরো ভালো করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। তিনি আবেগাপ্লুত হয়ে তার দু’টি শিশু সন্তান ও পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
সিরাজাম মুনীরা সুমি আটোয়ারীতে ২ বছর ১০ মাস দায়িত্ব পালন করে তার কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে তিনি একজন জনবান্ধব মৎস্য কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছেন। আলোচনা শেষে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী মৎস্য কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক সহ উপহার সামগ্রী প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলন বন্ধ

পীরগঞ্জে LAMB- UNFPA- FRREI প্রকল্পের আওতায় গর্ভবতি দুস্থ্য অসহায় মা’দের পুষ্টি উপকরন সামগ্রী বিতরণ

রংপুর বিভাগীয় তিস্তা জোনের জাতীয় কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের মির্জার সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে ১ কিশোর নিহত

আটোয়ারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মহান মুক্তিযোদ্ধাদের ইতিহাস ও নারী শিক্ষা, নারী উন্নয়নে সরকারের কার্যাবলী নিয়ে উন্মুক্ত বৈঠক !

রাণীশংকৈলে প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কাজ করতে গিয়ে  বন্ধু আটক

রাণীশংকৈলে প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কাজ করতে গিয়ে বন্ধু আটক