Tuesday , 26 August 2025 | [bangla_date]

আমদানি বন্ধের খবরে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০ টাকা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি\ দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে সরকারের অনুমতি পাওয়ার পর গত ১৭ আগস্ট থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় পেঁয়াজ আমদানি। আমদানি শুরু হলে নি¤œমুখী হয় দাম। তবে হঠাৎ করে ১৯ আগস্ট থেকে কোনো ঘোষণা ছাড়াই নতুন আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়া বন্ধ করে দেয় সরকার। এতে বিপাকে পড়েন বন্দর এলাকার ব্যবসায়ীরা।
একই সঙ্গে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা।
সোমবার (২৫ আগস্ট) হিলি স্থলবন্দর ও স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, বন্দরে ভারতীয় পেঁয়াজবোঝাই কয়েকটি ট্রাক রয়েছে। খুচরা বাজারেও দেশি ও আমদানীকৃত পেঁয়াজের সরবরাহ আছে। তবে ৪-৫ দিনের ব্যবধানে দাম বেড়েছে সব ধরনের পেঁয়াজের।
আমদানীকৃত ইন্দোর জাতের পেঁয়াজ ৪৫-৫০ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। নাসিক জাতের পেঁয়াজ ৫৫ থেকে বেড়ে হয়েছে ৬৫ টাকা। দেশি পেঁয়াজ ৬৫ থেকে বেড়ে মানভেদে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজিতে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, ‘সরকার হঠাৎ করে নতুন আইপি দেওয়া বন্ধ করায় আমরা বিপাকে পড়েছি। আগে অনুমতি পাওয়া অল্প কিছু ট্রাক আসছে, কিন্তু তা দিয়ে বাজারের চাহিদা মিটছে না। ফলে দাম বাড়ছে।’ তিনি সরকারের কাছে দ্রæত নতুন আইপি দেওয়ার দাবি জানান।
বন্দরের পেঁয়াজ ব্যবসায়ী শাকিল জানান, আমদানি শুরু হওয়ার পর দাম কমতে শুরু করেছিল।
কিন্তু আমদানি বন্ধের কারণে ফের দাম বেড়ে গেছে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, ১৯ আগস্টের পর থেকে নতুন করে কোনো আইপি ইস্যু হয়নি। তবে আগে অনুমতি পাওয়া আমদানি এখনো চলছে।
হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ভারত থেকে ৭০ ট্রাকে ২ হাজার ৮৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ওমেন আইটি সার্ভিস প্রোভাইডারদের ল্যাপটপ প্রদান

পঞ্চগড়ে জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমুল্যের বাজারে কম দামে শাক-সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা

হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্যারেজ শিক্ষার মান ব‍্যহত

রংপুর বিভাগীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের সাথে দিনাজপুরে মতবিনিময়

বই এর নির্যাস প্রকৃত জ্ঞান আহরনে সহায়ক-এমপি জুঁই

জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ শিক্ষার্থী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মহা সমারোহে বর্ষবরণ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর ইনস্টিটিউট এর উদ্যোগে  প্রবীন সদস্য মরহুম প্রফেসর ইউসুফ  আলীর শোক সভা

দিনাজপুর ইনস্টিটিউট এর উদ্যোগে প্রবীন সদস্য মরহুম প্রফেসর ইউসুফ আলীর শোক সভা

মহিলা পরিষদের উদ্যোগে কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালিত

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান