কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে সড়ক দূঘটনার বিরুদ্ধে প্রতিবাদ, ঝুঁকিমুক্ত পরিবহন ও নিরাপদ সড়ক এর দাবীতে এক মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট’২৫) বিকাল ৪টার দিকে দশমাইল মোড়ে, দশমাইল এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এবং দশমাইল মাদক বিরোধী ও সমাজকল্যাণ পরিষদের সার্বিক সহযোগীতায় এই মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। মানব বন্ধন চলাকালীন ৪টি দাবী জানান, দাবীগুলো হলো দিনাজপুর-ঠাকুরগাঁও যাওয়ার সড়কের ২৮ মাইল পর্যন্ত অতিলম্বে গর্ত ভরা রাস্তা সংস্কারকরণ, রাস্তার দু’পাশের্^র ঢালু ও খাল সমান করে মজবুত করা, দশমাইল প্রেট্রোল পাম্পের সামনে জমে থাকা পানি দ্রæত নিস্কাশণের ব্যবস্থা করা, রাস্তার দীর্ঘস্থায়ী ও নিরাপদ করতে মানসম্মত নির্মাণ কাজ বিচ্ছিত করার দাবী জানানো হয় ওই মানব বন্ধনে। মানব বন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, কাহারোল উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশণের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান, উপজেলা শাখা এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ কাবির আনাম, প্রভাষক মোঃ সাইফুল্লাহ, শিক্ষক নিরঞ্জন কুমার রায় প্রমুখ।