ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি.দিনাজপুরের ঘোড়াঘাটে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার সিংড়া ইউনিয়নের পরিষদের আয়োজনে করতোয়া নদীর ভর্ণাপাড়া খেয়াঘাটে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহি এ নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় ৮ টি দল অংশ নেয়।
নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে স্থানীয় ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমায়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে সিংড়া ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু সাঈদ মিয়ার সহ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হকসহ অনেকে।
ফাইনাল প্রতিযোগিতায় গাইবান্ধার সাঘাটার ৯ নং ওয়ার্ডের নয়নমনি দল চ্যাম্পিয়ন হয় ও পলাশবাড়ীর বিজয়ের ৭১ দল রার্নাস আপ হয়। চ্যাম্পিয়ন দলকে উপহার হিসেবে একটি গরু ও রানার্স আপ দলকে একটি ছাগল তুলে দেন অতিথিরা।