Tuesday , 26 August 2025 | [bangla_date]

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রে-ফতার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ২১৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারীসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের চকচকা রিকাবী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাহবুব আলম (৩৮) ও ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকার আব্দুস ছামাদের মেয়ে সাখেরা বেগম (৩৬)।
এবিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘোড়াঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে রবিবার রাতে উপজেলার ২নং পালশা ইউনিয়নের দামপাড়া বাঁশমুড়ি নামক এলাকায় চেকপোস্ট বসিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাহবুব আলমকে ও ঘোড়াঘাট পৌরসভার ঢাকা হোটেলের পিছন থেকে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাখেরা বেগমকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার তাদেরকে দিনাজপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও