ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃপরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ৩৫০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় রংপুর রেঞ্জের আওতায় ঘোড়াঘাট উপজেলায় হিলি মোড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তি দাস, উপজেলা প্রশিক্ষিকা চৈতী রানী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রিয়াজ মোর্শেদ রনজু, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপ-সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ মোকারম হোসেন প্রমুখ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, বৃক্ষরোপণ অভিযান-২০২৫ পরিবেশগত কার্যক্রমের পাশাপাশি এটি এক মহৎ সামাজিক আন্দোলন। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে এইপ্রচেষ্টা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ।