Thursday , 21 August 2025 | [bangla_date]

জন্মের পরেই শিরোনাম হওয়া সেই জমজ মনি-মুক্তা আজ ১৭ বছরে পা দিল

১৬বছর পূর্বে আধুনিক বিজ্ঞানের ছোয়ায় দেশে প্রথম অস্ত্রপাচারের মাধ্যমে জোড়া লাগানো শিশুর সফল পৃথকীকরণ করা হয়। এই সাফল্যে সৃস্টি করে ইতিহাস।
বাংলাদেশে প্রথম ইতিহাস সৃষ্টিকারী অস্ত্রপাচারে মাধ্যমে জোরা লাগানো শিশুর সফল পৃথকীকরনের সেই জমজ দুই বোন মনি-মুক্তা অভিশপ্ত শৈশবকে বিদায় জানিয়ে কৈশোরের উচ্ছলতায় মেতেছে।
দিনাজপুরের বীরগঞ্জের প্রত্যন্ত গ্রামে বেড়ে উঠা মনি মুক্তা নানা প্রতিকুলতা পেরিয়ে আজ শুক্রবার ১৭ বছরে পা দিল।
জন্মের পর মনি মুক্তার জোড়া লাগানো অবস্থায় জন্মগ্রহনকে সৃষ্টিকর্তার অভিশাপ হিসেবে মানুষ অপবাদ দিলেও বর্তমানে পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে মনিমুক্তার প্রতিভা পাল্টে দিয়েছে এ অঞ্চলের সকল মানুষের দৃষ্টিভঙ্গি। নৃত্য শেখার পাশাপাশি উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বেশ সুনাম কুড়িয়েছে দুই বোন। স্থানীয় ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশুনা করছে। প্রতিদিন বাড়ী হতে ৩কিলোমিটার বাই সাইকেল চালিয়ে এক সাথে স্কুলে যায় দুই বোন।
বাংলাদেশের চিকিৎসক এ আর খানের সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রার সাফল্যকে কাজে লগিয়ে জোড়া লাগানো শিশুর সফল পৃথকীকরণ করা হয়।
আজ ২২ আগস্ট বিকালে নিজ বাড়িতে এবারও ঘরোয়া পরিবেশে পালন করা হবে মনি-মুক্তার জন্ম দিন। পরিবারের উদ্যোগে কেক কেটে ঘরোয়াভাবে জন্মদিন পালন করবে বলে জানান মনি-মুক্তার বাবা জয় প্রকাশ পাল। তিনি বলেন, মনি মুক্তা সুস্থ এবং ভালো আছে। লেখা-পড়ার প্রতি বেশ মনোযোগী তারা। স্থানীয়ভাবে নাচ শিখছে দুই বোন। বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বেশ কিছু পুরস্কার অর্জন করে সাংস্কৃতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছে তারা।
জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়ে মনি রানী পাল ও মুক্তা রানী পাল বলেন, একজনের জ্বর হলে আরেকজনের হবে এমনটা নয়। একজন কাজ করতে ভালোবাসে আরেকজনের ছবি আকতে ভালোবাসে। আমরা দুইজন দুইজনকে ছাড়া থাকতে পারিনা। ভবিষ্যতে আমরা চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই। সেই লক্ষ্য নিয়ে পড়াশুনা চালিয়ে যাচ্ছি। দেশবাসীর দোয়া এবং সহযোগিতা পেলে আমরা অবশ্যই আমাদের স্বপ্ন পুরন করতে পারবো।
মনি-মুক্তার বাবা জয় প্রকাশ পাল ও মা কৃষ্ণা রাণী পাল জানান, সে সময় গ্রামের মানুষ এটাকে অভিশপ্ত জীবনের ফসল বলে প্রচার করতে থাকে। সমাজের নানা কুসংস্কারে প্রায় এক ঘরে হয়ে পড়ি। সমাজের নানা অপবাদে গ্রামে আসিনি। হতাশার মাঝে স্বপ্ন দেখি মনি-মুক্তাকে নিয়ে। বিভিন্ন চিকিৎসকের দ্বারে দ্বারে ঘুরতে থাকি তাদের স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার জন্য। আমাদের স্বপ্ন বাস্তব হয় ডা. এ আর খানের কারণে। সেই মানুষটির কারণে এই দুই সন্তানের নতুন করে বেঁচে থাকা। সব কষ্ট ভূলে তাদেরকে চিকিৎসক হিসেবে গড়ে তুলতে চাই। মনি-মুক্তার একমাত্র বড় ভাই সজল কুমার পাল ঠাকুরগাঁও সরকারী কলেজে বাংলা বিভাগে এম পড়াশুনা করছেন বলে জানিয়েছেন তার বাবা জয় প্রকাশ পাল।
উল্লেখ্য, দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউপির পালপাড়া গ্রামের শরৎ চন্দ্র পালের পুত্র জয় প্রকাশ পাল। জয় প্রকাশ পালের স্ত্রী কৃষ্ণা রাণী পালের গর্ভে ২০০৯ সালের ২২ আগস্ট পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে অস্ত্র পাচারের মাধ্যমে মনি এবং মুক্তা জোড়া লাগা অবস্থায় জন্ম নেয়। পরে রংপুরের চিকিৎসকগণ ঢাকা শিশু হাসপাতালে যমজ বোনকে অস্ত্র পাচারের মাধ্যমে পৃথক করার পরামর্শ দেন। তাদের পরামর্শক্রমে ২০১০সালের ৩০জানুয়ারী ঢাকা শিশু হাসপাতালে মনি-মুক্তাকে ভর্তি করা হয়। অতঃপর ২০১০সালের ৮ফেব্রæয়ারি ঢাকা শিশু হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডা. এ আর খানের সফল অপারেশনের মাধ্যমে মনি-মুক্তা ভিন্নসত্ত¡া লাভ করে। সৃষ্টি হয় এক নতুন ইতিহাস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে করোনা সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনের কর্মশালা

নিখোঁজের একদিন পর রাণীশংকৈলে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার

বীরগঞ্জে খলসী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

পীরগঞ্জের বিকাশ ব্যবসায়ী ইসাহাককে যেভাবে হত্যা করে ছিনতাইকারীরা

রাণীশংকৈলে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বীরগঞ্জে জমাটবদ্ধ ইউরিয়া সার নিয়ে ডিলার ও কৃষক বিপাকে

আন্ত:জেলা বাইক চালানোর নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবীতে দিনাজপুরে মানববন্ধন বাইকারদের

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে মতবিনিময় সভা

পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত