Thursday , 7 August 2025 | [bangla_date]

জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ও কার্যক্রম সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে দিনাজপুরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ও তার কার্যক্রম সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম দিনাজপুর জেলা শাখা।
৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার বেলা ১২টায় জমিয়তে উলামায়ে ইসলাম দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী ও সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ শোয়াইবের নেতৃত্বে একটি দল জেলা প্রশাসকের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন। স্মারকলিপি তারা উল্লেখ করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দীর্ঘদিন যাবত দেশের জনগণের ন্যায্য অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন পরিচালনার পাশাপাশি বিগত জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার কাতারে একাকার হয়ে অগ্রণী ভূমিকা পালনকারী এই দল অন্তর্র্বতী সরকারকেও সার্বিক সহযোগিতা করে আসছে। তবে দুঃখজনক হলেও সত্য যে, স¤প্রতি বর্তমান সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কোনরূপ আলোচনা ছাড়াই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চালু সংক্রান্ত ৩ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশ ও বিদেশে ব্যাপকভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। এ চুক্তির ফলে এক দিকে যেমন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুন্ন হবে, এতদাঞ্চলের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ আক্রান্ত হবে, অপরদিকে জুলাই গণ-অভ্যুত্থানের আবেদন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে।
স্মারকলিপিতে তারা আরো উল্লেখ করেন-বাংলাদেশে জাতিসংঘের অফিস চালুর ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, সমকামিতা, ট্রান্সজেন্ডার ও বাকস্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মত বিতর্কিত বিষয়গুলোকে জাতিসংঘের এই কমিশন মানবাধিকারের অন্তর্ভুক্ত মনে করে। এই অফিস কার্যত মানবাধিকারের নামে ইসলাম বিরোধী পশ্চিমা এই সংস্কৃতিগুলোকেই এ দেশে প্রমোট করবে, বাংলাদেশের বিচার ব্যবস্থা ও মানবাধিকার কমিশনের স্বাধীনতা বিপন্ন হবে, বহুল আলোচিত পার্বত্য অঞ্চল নিয়ে আলাদা একটি খৃষ্টান রাজ্য প্রতিষ্ঠার পথ সুগম করবে ও আবহমানকাল থেকে চলে আসা বাংলাদেশের মুসলিম পারিবারিক ঐতিহ্য বিনষ্ট হবে।
স্মারকলিপিতে দেশের জনগণ ও ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে অন্তর্র্বতী সরকারের নিকট ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার চুক্তি বাতিল করার জোর দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানের সময় জমিয়তে উলামায়ে ইসলাম দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মাওলানা সেলিম রেজা, উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম সরকার দিনাজপুরী, অর্থ সম্পাদক মাওলানা খাদেমুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সাংবাদিক সমাজের সাথে মতবিনিময়

বীরগঞ্জে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ

দিনাজপুরে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের ডিজির পদত্যাগ দাবিতে মানববন্ধন

শপথ গ্রহণ করলেন তেঁতুলিয়ার সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার

দিনাজপুরে এপেক্স ডিস্ট্রিক সেভেন এর বৃক্ষরোপন

পীরগঞ্জ শিক্ষক দিবস উপলক্ষ র‌্যালী ও আলাচনা সভা

পীরগঞ্জ শিক্ষক দিবস উপলক্ষ র‌্যালী ও আলাচনা সভা

নারী হোটেল শ্রমিককে কুপিয়ে হত্যা ঘটনায় পরকীয়া প্রেমিক গ্রেফতার

পীরগঞ্জে আধুনিক ভূমি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন ইন্টার্ন চিকিৎসকের যোগদান

ফুলবাড়ী রেলস্টেশনে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রিকালে একজনকে জরিমানা