Wednesday , 27 August 2025 | [bangla_date]

ঠাকুরগাঁও-ভাউলারহাট সড়কে কালর্ভাট ভেঙ্গে মরণফাঁদ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-ভাউলারহাট ব্যবস্ততম সড়কের রহিমানপুরের ফকদনপুর ইলিপাড়া এলাকায় একটি কালর্ভাট ভেঙ্গে মরণফাঁেদে পরিনত হয়েছে, প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা।
উত্তরবঙ্গের মধ্যে সব চেয়ে বড় শুকনো মরিচের বাজার ভাউলারহাটে যেতে হয় ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুরের ফকদনপুর হয়ে। এছাড়ারও জেলার বড় বাজার নেকমরদেও যেতে হয় ভাউলারহাট হয়ে। এ কারণে সব সময় রাস্তাটি ব্যস্ত থাকে ছোট,বড় যানবাহন দিয়ে। প্রতিদিন ৩০-৫০ টির বেশি ট্রাক, ট্রাক্টরসহ কমপক্ষে বিশ হাজার লোক চলাচল করে রাস্তাটি দিয়ে। একমাত্র রাস্তার কালভার্ট একাংশে ভেঙ্গে যাওয়ার কারণে দূভোর্গ চরমে পৌছেছে।
ফকদনপুর এলাকার সহিদুল ইসলাম বলেন, কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় অনেক সমস্যা হচ্ছে। অনেকে না জানার কারণে কালভাটের ভাঙ্গা গতে পরে আহত হচ্ছেন। ইলিপাড়া কালভার্টটি ভেঙ্গে গেছে পটুয়া বাজারের পূর্বপাশে গভীর নলকূপের পাশে আরেকটি কালভার্ট আছে সেটিও রাস্তার উপরে ভেঙ্গে ছোট ছোট গর্ত হয়েছে। কিছুদিন আছে রাস্তাটি মেরামত হয়েছে পুরাতন কালভার্ট গুলো সংস্কার করলে এ সমস্যার সৃষ্টি হতো না। আশা করি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিবেন পথচারীদের কথা চিন্তা করে।
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ব্যবসায়ি রমজান আলী বলেন, সপ্তাহে কোটি কোটি টাকার মালামাল রাস্তাটি দিয়ে যাওয়া আসা করে। ফকদনপুরে কালভার্টির একপাশে ভেঙ্গে যাওয়ার কারণে ট্রাক চলাচল করতে পারছে না। এ কারণে ১০-১৫ কিলোমিটার ঘুরে মালামাল নিয়ে যাওয়া আসা করছে ট্রাক। ফলে পরিবহন ভাড়া বেশি লাগছে, সময় নষ্ট হচ্ছে। রাস্তাটিতে চলাচলকারী নতুন অনেক পথচারী ভাঙ্গা কালভার্টে পড়ে আহত হচ্ছেন।
রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার আব্দুল হান্নান হান্নু বলেন, কালভার্টটি বেশ পুরোনো। রাস্তাটিতে যে হিসেবে যানবাহন চলাচল করে সে হিসেবে কমপক্ষে ১৬ ফিট রাস্তা প্রয়োজন। কিন্তু রাস্তাটি আছে মাত্র ১২ ফিট যা বৃদ্ধি করা জরুরি হয়ে দাড়িয়েছে। এ ছাড়াও বর্তমানে ফকদনপুরে কালভার্ট ভেঙ্গে যাওয়ায় চলাচলে অনেক সমস্যা হচ্ছে পথচারীদের। আশা করি দ্রুত কালভার্টটি নতুন করে স্থাপন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন কর্তৃপক্ষ।
সদর উপজেলা প্রকৌশলী মো: মাবুদ হোসেন বলেন, বিষয়টি জানার পরে পরিদর্শন করা হয়েছে দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পূজা উদযাপন কমিটি উদ্যোগে এমপি গোপালের রোগ মুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বাস্কেটবল টুর্নামেন্ট উদ্বোধন

পুলিশ কর্মকর্তা কাইয়ুমের উদ্যোগে খানসামায় ৫৫০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুরে ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে সেন্ট ফিলিপস্সিয়ান পরিবার

পল্লীশ্রী’র উদ্যোগে হাড় জোড়া অর্থোপেডিক্স ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

বীরগঞ্জে এক মাদক সেবীর ছয় মাসের কারাদণ্ড

কাহারোলে কবর স্থানের জমি উদ্ধার করলেন এসিল্যান্ড

নবাবগঞ্জে ডেভিলহান্টের অভিযানে  আওয়ামী লীগের ২ জন আটক

নবাবগঞ্জে ডেভিলহান্টের অভিযানে আওয়ামী লীগের ২ জন আটক

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা

বীরগঞ্জে ২০ জন অসচ্ছল নারী’র মাঝে সেলাই মেশিন বিতরণ