আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টায় শহরের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হয়। রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হকের জ্যৈষ্ঠ পুত্র শাহরিয়ার আক্তার হক ডন।
পরে বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হকের জ্যৈষ্ঠ পুত্র শাহরিয়ার আক্তার হক ডন।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, দিনাজপুর জেলা শাখার আহবায়ক মাহফিজুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মোকারম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ ও আলহাজ্ব হাফিজুর রহমান সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব মোস্তফা কামাল মিলন, কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাদিক রিযাজ চৌধুরী পিনাক, দিনাজপুর ৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি জাকারিয়া বাচ্চু ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলাম।
সব শেষে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার সদস্যদের পরিচয় করিয়ে দেন দিনাজপুর জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাহবুবুল হক হেলাল।
অনুষ্ঠানে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ ইকবাল টারজেনসহ ক্রীড়া সংসদের অন্যান্য সদস্য ও বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।