সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সুশীল; সাপোটিং এন্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস,ন্যাশনাল ইন্টিগ্রিটি, এন্ড রুল অব ল ইন বাংলাদেশে এর ইস্যুভিত্তিক আ্যাডভোকেসি পরিচালনা ও পরিকল্পনা সভা এবং রাষ্ট্রীয় অভ্যন্তরিন নীতিমালা তৈরী ও সংশোধনে নাগরিক সমাজ অন্তর্ভূক্তির প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাজেশন (বিডিও) এর আয়োজনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোহিতায় মঙ্গলবার (২৬ আগস্ট ) সকাল ১০টা থেকে দিনব্যাপী উল্লেখিত দু’টি বিষয়ে কর্মশালা নওগাঁ আয়োজন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে বিডিও নওগাঁ এর নির্বাহী পরিচালক আকতার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় ফ্যাসিলিটেটর হিসেবে সেশন পরিচালনা করেন একশনএইড’ র প্রোগ্রাম অফিসার (সিভিল সোসাইটি মবিলাইজেশন) মোঃ হাফিজুর রহমান ও প্রোগ্রাম অফিসার ( মিল টিম) অঞ্জন রায়।
উক্ত কর্মশালায় রানি এনজিও নওগাঁ এর নির্বাহী প্রধান ও জেলা হাব ( নাগরিক সংযোগ) সভাপতি ফজলুল হক খান, এটিএন বাংলা’র নওগাঁ জেলা প্রতিনিধি ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, বাংলাভিশন টেলিভিশন নওগাঁ প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাপাহার প্রেসক্লাবের সভাপতি ও নওগাঁ হাব’র ( নাগরিক সংযোগ) সাধারণ সম্পাদক তছলিম উদ্দীন, সাংবাদিক প্রদীপ সাহা, পারগানা পরিষদ নিয়ামতপুর এর নিমাই মুর্মু, নিশান এনজিও’র পরিচালক মাহিদুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিডিও সুশীল প্রকল্পের নওগাঁ জেলা সমন্বয়কারী শামসুল হক।