Sunday , 24 August 2025 | [bangla_date]

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, গণঅধিকার পরিষদের নেতাসহ আহত-১২

নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুর-ঢাকা মহাসড়কের দিনাজপুরে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ ১২ জন আহত হয়েছেন।
রোববার ভোরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হেরিটেজ পরিবহনের একটি রাত্রিকালীন যাত্রীবাহী বাস দিনাজপুরের উদ্দেশ্যে আসছিল। বাসটি দ্রæতগামী ছিল। ভোরের দিকে ওই মহাসড়কে দিনাজপুরের আমবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশের জলাশয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে কমবেশি ১২জন আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে কয়েকজন যাত্রী চলে গেলেও ৬ জন আহত যাত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এসময় যাত্রীরা জানান, বাসের চালক ঘুমন্ত অবস্থায় স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। আহত একজনের নাম পাওয়া গেছে তিনি গণঅধিকার পরিষদের সহসভাপতি ফারুক হোসেন। আহত যাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার কথা জানালেন হাসপাতালে চিকিৎসক।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান জানান, ওই বাসের যাত্রী ছিলেন কমপক্ষে ১৫জন। সবাই কমবেশি আহত হয়েছেন। তবে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ ১২জন কমবেশি আহত হলেও কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, শনিবার বিকেল ৫টার দিকে দিনাজপুর-দশমাইল-রংপুর মহাসড়কের সদর উপজেলার তুলা উন্নয়ন বোর্ডের সামনে দুর্ঘটনায় অর্পণ (৭) নামে এক শিশু নিহত ও অপর ৯জন আহত হয়েছেন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশু অর্পণ বীরগঞ্জ উপজেলার সনকা গ্রামের মানিকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে রংপুর থেকে একটি প্রাইভেটকার দিনাজপুরে আসার পথে সদর উপজেলার তোলা উন্নয়ন বোর্ডের সামনে পৌঁছলে বিপরীতগামী একটি অটোরিক্সা ও মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে অটোরিক্সার যাত্রী ও মোটরসাইকেল আরোহীসহ ১০ জন আহত হয়। খবর পেয়ে দিনাজপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর শিশু অর্পণের (৭) মৃত্যু হয়। এ ঘটনায় আহতরা হলেন-খানসামার গোয়ালদিহি এলাকার খতিব উদ্দিনের ছেলে মাইজার রহমান (৫০), তার স্ত্রীর আঞ্জুয়ারা বেগম (৪৫), বীরগঞ্জ উপজেলার সনকা গ্রামের মানিকের স্ত্রী নিহত শিশু মাতা ধনমনি, নিহত শিশু অর্পণের পিতা মানিক চন্দ্র, কাহারুল উপজেলার ইতুয়া গ্রামের ফিরোজ আলী, চিরিরবন্দর উপজেলার ভূসিরবন্দরের শিশু ফায়রা (৪), হাসানুর রহমান ও মিজানুর রহমান।
দিনাজপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ র(ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিনম্র শ্রদ্ধায় রাণীশংকৈলে পালন অমর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

পীরগঞ্জে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা

সকল প্রতিবন্ধকতা দূর করে আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা-আবু হুসাইন বিপু

বীরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে স্থানীয় এমপি ও আ,লীগ নেতৃবৃন্দ

পঞ্চগড়ে প্রতারকদের কাছ থেকে উদ্ধার করা তক্ষক, অবমুক্ত করা হল বন বিভাগে

ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে ২০ হাজার কণ্ঠে পবিত্র গীতা পাঠ অনুষ্ঠানে বৈচিত্রের শান্তিপূর্ণ সহাবস্থানেই দেশের ঐক্যের প্রেরণা নিশ্চিত করে- ভূমিমন্ত্রী

প্রেমের টানে মিশরী তরুনী বীরগঞ্জের গৃহবধু

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ

বীরগঞ্জ পাকিস্তান হানাদার মুক্ত দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত