আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, পঞ্চগড় জেলা শাখা’র সম্মেলন ও তালিমি জলছা শনিবার ( ৩০ আগস্ট) বিকেলে আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ্ শরীফে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন ও তালিমি জলছায় ছারছীনা দরবার শরীফের উত্তরবঙ্গের বিশিষ্ট খাদেম আলহাজ্ব সুফি মৌঃ আব্দুল গণি(মা.জি.আ.)সভাপতিত্ব করেন। প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মোঃ বাহাউদ্দীন মোস্তাফি ও বিশেষ আলোচক হিসেবে কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতি মোঃ মোহেব্বুল্লাহ ছালেহী আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ জমইয়াত, যুব ও ছাত্র হিযবুল্লাহ’র জেলা ও উপজেলা নেতৃবৃন্দ আলোচনা করেন। সম্মেলনে স্কুল,কলেজ ও মাদরাসার ধর্মপ্রাণ ছাত্র এবং তালিমি জলছায় পীরভাই, মোহেব্বিন ও ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মাওঃ দবিরুল ইসলামকে সভাপতি ও মাওঃ মোঃ শফিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ,পঞ্চগড় জেলা শাখা কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ,পঞ্চগড় জেলা শাখার সভপতি মাওঃ মোঃ খাদেমুল ইসলামকে সভাপতি করে ৮ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি করা হয়েছে।
সম্মেলনে বক্তারা বলেন,ছাত্র হিযবুল্লাহ একটি দ্বীনি অরাজনৈতিক সংগঠন। এ সংগঠন ১৯৫২ সালে ছারছীনার পীর মরহুম আল্লামা শাহ্ সূফি নেছারউদ্দীন আহমদ (রহ:) প্রতিষ্ঠা করেন। তিনি ছাত্র সমাজকে আমল-আখলাকে নায়েবে নবীর আদর্শে রুপ দিতে নিরলস কাজ করেছেন। আর এ কারণেই ছাত্র সমাজের মধ্যে মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠায় ছাত্র হিযবুল্লাহ ভূমিকা অপরিসীম।