পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের তালমা নদীর পাশে বলেয়াপাড়া ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত খেলায় ঢেনা (অবিবাহিত) দল ৫-০ গোলে বিহাতা (বিবাহিত) দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের হাতে ট্রফি ও দুই দলের খেলোয়ারদেরকে মেডেল তুলে দেয়া হয়। এ সময় সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। বলেয়াপাড়া যুব সংঘ ওই ব্যতিক্রমি খেলার আয়োজন করে। দুপুরের পর থেকে খেলা দেখতে আশপাশের কযেকটি গ্রামের হাজারও উৎসুক দর্শক খেলা উপভোগ করেন।