Saturday , 23 August 2025 | [bangla_date]

পরিবেশ-প্রকৃতির গুরুত্ব বুঝাতে রোটারির তেঁতুলিয়া থেকে দেশব্যাপী প্রকৃতিযাত্রা শুরু

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পরিবেশ-প্রকৃতির গুরুত্ব বুঝাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে পরিবেশ বিষয়ক সংগঠন রোটারি ক্লাব অফ ইকো ঢাকা শুরু করেছে দেশব্যাপী প্রকৃতিযাত্রা। শুক্রবার শিশুদের পরিচ্ছন্নতা খেলা ও পরিবেশ শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় তাদের প্রকৃতিযাত্রা।
শিশুদের পরিচ্ছন্নতা খেলায় অংশ নেয় ৩০ শিশু । এই খেলায় শিশুদের নদী, পাখি, ফুলের নাম নিয়ে কয়েকটি দল গঠিত হয়। হাতে গেøাভস মুখে মাস্ক লাগিয়ে পরে তারা প্রতিযোগিতার মাধ্যমে প্রাণ, প্রকৃতি, পরিবেশের ক্ষতি করে এমন ময়লা আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট ডাস্টবিনে রাখে। খেলায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় তৃতীয় দলকে ছাড়াও অংশগ্রহণকারী সকল শিশুকে পুরস্কৃত করা হয়। এর আগে তেঁতুলিয়া বাজারের তেঁতুলতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় শেষ হয়। শোভাযাত্রায় স্থানীয় পরিবেশ কর্মী, কৃষক, শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয়।
বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় সহযোগী সংস্থা প্রাণ প্রকৃতি পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংগঠন কারিগর প্রাণ, প্রকৃতি ও যুদ্ধ বিরোধী সঙ্গীত পরিবেশন করে। শুক্রবার সকাল থেকে দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃতি যাত্রা শুরু হয়। আয়োজকরা আরও জানান বাংলাদেশের ৫০টি রোটারি ক্লাবের সহযোগিতায় পঞ্চগড়ের তেতুলিয়া থেকে শুরু হলো দেশের বৃহত্তম এই পরিবেশ অভিযাত্রা। বিভিন্ন জেলায় পরিবেশ সচেতনতা সৃষ্টির জন্য র‌্যালী- পরিচ্ছন্নতার খেলা ছাড়াও প্রকৃতিযাত্রায় থাকছে বৃক্ষরোপণ, বিষ মুক্ত চাষাবাদের জন্য কৃষকদের সাথে মতবিনিময় সভা, প্রকৃতি পাঠাগার গঠন, প্রাণ-প্রকৃতি ও যুদ্ধবিরোধী গানের অনুষ্ঠান ও পরিবেশ বিষয়ক নাটক ইত্যাদি।
রোটারি ক্লাব অফ ইকো ঢাকার প্রেসিডেন্ট রোটারিয়ান মনি নাসিম সুলতানা, প্রকৃতিযাত্রার প্রকল্প প্রধান রোটারিয়ান সাইফুল ইসলাম(শামীম), কো-অর্ডিনেটর রোটারিয়ান আহমেদ বাদল, সদস্য শেহনাজ সুবর্ণা সহ ইন্টার‌্যাক্ট ক্লাব অব ইকো ঢাকার সদস্যবৃন্দ, পরিবেশ কর্মী মাহমুদুল হাসান, উপজেলা যুবদলের সভাপতি খন্দকার আবু নোমান এনাম, কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার, পরিচালক মোস্তাক আহমেদ, তেঁতুলিয়া থিয়েটারের সভাপতি আশরাফুল ইসলাম, পরিবেশ কর্মী তায়েজ আহমেদ, শিক্ষক মাসুদ পারভেজ, আনোয়ার হোসেন ও গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এইএমপি ভাইরাস প্রতিরোধে বসানো হয়েছে মেডিকেল টিম

বোদায় সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত

আজকের প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ, এই প্রজন্মই ৪১ সালের বাংলাদেশকে উন্নত করবে—-নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি

বীরগঞ্জে মুসলিম এইড বাংলাদেশ উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধি সমাবেশ

বীরগঞ্জে শিশুদের সঞ্চয়ী উদ্যোগের সাফল্য উদযাপন অনুষ্ঠান

ফুলবাড়ীতে ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পীরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫০টি ফুটবল বিতরণ

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণে গণসংবর্ধনা ও দোয়া মাহফিল