পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মেধার ভিত্তিতে নির্বাচিত সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিংগারোল উচ্চ বিদ্যালয় ও ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোট ৪০ জন শিক্ষার্থীর মাঝে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
পারফরমেন্স বেইজ ফর গ্র্যান্টস সেকেন্ডারী ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কীমের আওতায় চেক বিতরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, বিএিনপি নেতা আনোয়ারুল ইসলাম প্রধান, প্রধান শিক্ষক ওমর ফারুক মন্ডল ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। প্রত্যেক শিক্ষার্থীকে ৫ হাজার টাকার করে চেক প্রদান করা হয়।