Wednesday , 13 August 2025 | [bangla_date]

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি\‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মো. সাবেত আলীর নেতৃত্বে যুব উন্নয়ন অধিদপ্তর পঞ্চগড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে গিয়ে শেষ হয়। পরে যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। যুব উন্নয়ন অধিদপ্তর পঞ্চগড় এর উপ পরিচালক মকছুদুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আখতারুজ্জামান, ডেপুটি কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা ও পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামান। পরে সেখানে যুবদের শপথ, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
আটোয়ারী
আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ( ১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল), উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) ও সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল ইসলাম। নিজের অনুভুতি ব্যক্ত করে জীবনের অগ্রগতি ও সফলতার গল্প শোনান, সফল আত্মকর্মী ও উদ্যোক্তা বন্যা রানী রায়, আতিকা উলফাত, নুরজাহান আক্তার এবং আইয়ুব আলী খাঁন। যুব উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন, সফলতা ও পরিকল্পনা নিয়ে স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দীপঙ্কর সেন। আলোচনা সভার শুরুতে উপস্থিত যুবদের দেশ সেবায় নিয়োজিত হওয়ার শপথ বাক্য পাঠ করানো হয়।
আলোচনা শেষে ১৫ জন আত্মকর্মী ও উদ্যোক্তার মাঝে ১৩ লক্ষ ৫০ হাজার টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও সফল আত্মকর্মী ও সফল উদ্যোক্তদের মাঝে সম্মাননা স্মারক এবং প্রক্ষিনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে হাসকিং মিল শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ উন্নয়নে আলোচনা সভা

আটোয়ারীতে দৈনিক করতোয়ার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বালিয়াডাঙ্গীতে ৭ চোরাই গরু উদ্ধার

“ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ”র কাজ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব!

বীরগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

বাংলাদেশ একটা বৈষম্যবিহীন দেশে পরিণত হোক —দিনাজপুরে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

অযত্নে অবহেলায় রাণীশংকৈলের খুনিয়াদীঘি স্মৃতিস্তম্ভ

বীরগঞ্জে বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসে ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা

পীরগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ