Tuesday , 26 August 2025 | [bangla_date]

বিরলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে “মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গ্রহণ করুন”-এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরলেও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার এর সভাপতিত্বে ও স্টোর কিপার সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন ও জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ডা. মোক্তারুজ্জামান।
এছাড়াও স্বাস্থ্য পরিদর্শক ফজলে মাহমুদ, সিনিয়র নার্স ছায়া রানী, গায়িত্রী রানী, মিডওয়াইফ দীপ্তি রানী, সিএইচসিপি আকরামুজ্জামান ফিরোজ, হারুনুর রশীদ, মেরিনা আক্তার বানসহু প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত