দিনাজপুরের বিরামপুরে মাদক কারবারি ও মাদকাসক্তদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পুলিশকে সঙ্গে নিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (১আগস্ট) জুম্মার নামাজের পর উপজেলার কাটলা বিরামপুর আঞ্চলিক সড়কের হরিহরপুর এলাকায় এ মানববন্ধন করা হয়।
হরিহর গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধনে বিরামপুর থানা পুলিশের পরিদর্শক আতাউর রহমান, বিভিন্ন কলেজের প্রভাষক, শিক্ষক, ঈমাম ও ছাত্ররা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মাদক একটি মরণব্যাধি। জগতে সকল অপরাধের মূলমন্ত্র মাদক। মাদকের কারণে এলাকার ছোট ছোট শিক্ষার্থীরা পড়ালেখা থেকে বিমুখ হচ্ছে। অভিভাবকরা সন্তানদের নিয়ে উদ্বিগ্ন। তাই এই এলাকার তথা গোটা দেশকে মাদকের ভয়াল ছোবল থেকে বাঁচাতে হবে।
সভায় বক্তারা অভিযোগ করেন, সীমান্তঘেঁষা কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গোবিন্দপুর, কাজি পাড়া, কাটলা বাজারের হাঁড়ি পাড়া, দক্ষিণ রামচন্দ্রপুর, হরিহরপুর, হাসপাতাল মোড়, শৈলান, খিয়ার মামুদপুর, চকানদেব, দামোদর পুরসহ উপজেলার প্রায় ৫০টি স্পটে মাদক ব্যবসা চলে। এসব এলাকার অনেকেই এখন মাদক ব্যবসা থেকে ফিরে এলেও অল্প কিছু মানুষ এ ব্যবসা চালিয়ে আসছেন।
হরিহরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কাটলা ইউনিয়নের সদস্য আবুল কাশেম বলেন, এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে আমরা গ্রামবাসী গত এক সপ্তাহ আগে তিন মাদক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তাদের কাউন্সেলিং করেছি। কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত করেনি। আমাদের সন্তানদের নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। বাধ্য হয়ে আজ আমরা রাস্তায় দাঁড়িয়েছি।
তিনি বলেন, আমরা তাদের বলেছি যদি আপনাদের মাদক ব্যবসা ছাড়ার কারণে সংসারে অনটন হয়, সেক্ষেত্রে আমরা গ্রামবাসী আপনাদের পাশে থাকবো। তারপরও আপনারা মাদক ব্যবসা ছেড়ে দিন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হরিহরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমজাদ হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, কাটলা হলি চাইল্ড স্কুলের অধ্যক্ষ সাঈদ আলী সরকার, বিরল উপজেলার ধুকুরঝাড়ী কলেজের প্রভাষক মো. রায়হান কবির প্রিন্স, হরিহরপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আব্দুল কাদের, উত্তর কাটলা জামে মসজিদের খতিব বদিউজ্জামান ও ইউপি সদস্য আবুল কাশেম। মানববন্ধন শেষে সবার উদ্দেশ্যে দোয়া করা হয়।