Tuesday , 26 August 2025 | [bangla_date]

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ এর কর্মশালা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

”মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত সোমবার ২৫ শে আগস্ট দিনাজপুর সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট ডাক্তার শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে কনফারেন্স রুমে বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, জেলা পর্যায়ে সংশ্লিষ্ট এনজিওর প্রতিনিধিগণ, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী, সিভিল সার্জন এবং ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে মেডিকেল অফিসার ও স্টাফ নার্স বৃন্দদের অংশগ্রহণে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস। বক্তব্যে তিনি বলেন, মাতৃদুগ্ধকে অগ্রাধিকার ভিত্তিতে টেকসই ব্যবস্থা গড়ে তোলার জন্য এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই জানেন যে মাতৃদুগ্ধের গুরুত্ব অপরিসীম, এটার জন্য আমাদের প্রেক্ষাপটে শিশুর মৃত্যুহার কমানো। এই চিন্তার একমাত্র উপায় হচ্ছে শিশুদের রেসকিউ, বেস্ট ফিডিং যেটা আমরা শিশুর জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত নিরাপদ মায়ের দুধ খাওয়ানো। মায়ের বুকের দুধে যে পুষ্টিগুলো রয়েছে শিশুদের শারীরিক ও ও মানসিক বিকাশের ক্ষেত্রে বিকল্প দিয়ে পূরণ করা সম্ভব নয়। আমরা যদি সহায়ক পরিবেশ নিয়ে আসতে পারি, মায়ের বুকের দুধ খাওয়ানোকে নিশ্চিত করতে পারি তাহলে ভবিষ্যতের মেটানারি মোডালিটির রেটের পাশাপাশি আমাদের চাইল্ড মডেলের যে রেট আছে তা কমিয়ে নিয়ে আসতে পারব।
মাতৃদুগ্ধ সপ্তাহ আলোচনার উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথ্যভিত্তিক আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ হোসেন মোঃ নাহিদ।
দিনাজপুর সিভিল সার্জন অফিসে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় মুক্ত আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলার উপ-পরিচালক মোঃ মোরশেদ আলী খান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এ, টি, এম নাজমুল হুদা, সদর হাসপাতালে সিনিয়র শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ আব্দুল কাইয়ুম, বিশ^ স্বাস্থ্য সংস্থার (এস, আই, এম, ও) সার্ভিলেন্স ইম্যু নাইজেশন মেডিকেল অফিসার ডাঃ মোঃ আল-আমিন হোসেইন সহ প্রমুখ।
মাতৃদুগ্ধ সপ্তাহ এর এই সময় মুক্ত আলোচনার কক্ষে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোছা সাদরাতুন মুমতাহিনা, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সিভিল সার্জন অফিসের ডিস্ট্রিক সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ, দিনাজপুর ইএসডিও সিনিয়র এপিসি শাহ মোঃ আমিনুল হক ও পল্লীশ্রীর প্রজেক্ট কো-অর্ডিনেটর রওনক আরা হকসহ অন্যান্য অতিথি বৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ বিতরণ

আটোয়ারীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন

শেষ বলে ছক্কা মেরেও হার চট্টগ্রামের, চ্যাম্পিয়ন রিয়াদের খুলনা

হরিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিভাগীয় সম্মাননা পদক পেলেন বীরগঞ্জ থানার এস আই মোহাম্মদ আলী

আটোয়ারীতে সহকারী শিক্ষকের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া

ঠাকুরগাঁওয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক দপ্তর আধুনিকীকরণ উদ্বোধন

হরিপুরে শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন

রাণীশংকৈলে দুর্গাপূজার প্রতিমার র্পূণ রুপ দিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবারের সদস্যদের ক্ষুদ্র ব্যবসার সামগ্রী বিতরণ ।