Thursday , 28 August 2025 | [bangla_date]

বিস্ফোরক সংকটে বন্ধ মধ্যপাড়া পাথর খনির উত্তোলন, অন্যদিকে বিক্রি কমে মজুত বাড়ছেই

দেশের একমাত্র দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির উৎপাদন কার্যক্রম বিস্ফোরক দ্রব্য (অ্যামালসন এক্সপ্লোসিভ) সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। ২/১দিনের মধ্যে উৎপাদন বিস্ফোরক আসবে এবং পাথর উত্তোলন শুরু হবে।
অন্যদিকে, আন্তর্জাতিক মানের এবং কম দামে এই পাথর বিক্রি সত্তে¡ও মজুদ বৃদ্ধি পেয়েছে। অথচ কিছু নিয়মনীতি মানা হলে দেশের একমাত্র পাথর খনিটি লাভজনক ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। এর সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার সকাল থেকে বিস্ফোরক দ্রব্য অভাবে খনির পাথর উত্তোলন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) উৎপাদন বন্ধ করে দেয়। সেই সাথে খনির উন্নয়ন কার্যক্রমও বন্ধ হয়ে যায়।তবে খনির রক্ষণাবেক্ষণের কাজ চালু থাকবে বলে খনির একটি সূত্র জানায়।
দেশে পাথরের বার্ষিক চাহিদার বেশিরভাগ আমদানি হয় বিভিন্ন দেশ থেকে। অথচ দেশের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নকাজে মধ্যপাড়া পাথরের ব্যবহার নির্দেশনা বাধ্যতামুলক করা হয় এবং আমদানিকৃত পাথরের উপর শুল্ক বৃদ্ধি এবং মধ্যপাড়ার পাথরের ট্যারিফ ভ্যালু কমানো হলে মধ্যপাড়া পাথর খনিটি লাভজনকে পরিণত হবে এমনটাাই বললেন সংশ্লিষ্টরা। কিন্তু বিক্রি কমে যাওয়ার ফলে খনি কর্তৃপক্ষ বিপাকে পড়ছে। অথচ কিছু নিয়মনীতি মানা হলে দেশের একমাত্র পাথর খনিটি লাভজনক ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোঃ-লিঃ (এমজিএমসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি.এম. জোবাইয়ের হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল থেকে উত্তোলন বন্ধ হলেও ২/১দিনের মধ্যে উৎপাদন শুরু হবে। প্রয়োজনীয় বিস্ফোরক বাংলাদেশের বন্দরে এসে গেছে। খালাস হয়ে আসা মাত্র উত্তোলন শুরু হবে। বর্তমানে খনি অভ্যন্তরে প্রায় ১২ লাখ মেট্রিক টন পাথর মজুদ রয়েছে। বিক্রি কমে যাওয়ায় মহুত বেড়েছে। তবে সরকারী প্রতিষ্ঠানগুলো এই পাথর নিলে এত মজুত হতো না।
উল্লেখ্য, পাথর উৎপাদন ও খনি উন্নয়ন কাজে অতি প্রয়োজনীয় বিস্ফোরক মধ্যপড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে চাহিদা মতো সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় খনির উৎপাদন কার্যক্রম ও উন্নয়ন কার্যক্রম বন্ধ হয় বলে খনি সূত্র জানায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি তানভির ও সাধারন সম্পাদক যোবায়ের নির্বাচিত

কাহারোলে বাংলাদেশ প্রেস ক্লাব কাহারোল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

রাজবাটি গর্ভেশ্বরী শ্বশ্মান কমিটির উদ্যোগে শ্রী শ্রী শ্যামা পূজাসহ নানা আয়োজনের সমাপনী

কাহারোলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রধান শিক্ষকের কম্পিউটারের দোকানে শিক্ষাথীদের সনদ তৈরি, জেলে শিক্ষক

হরিপুরে এ আর ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

গণমাধ্যম সঠিক কাজ না করলে গণতান্ত্রিক সমাজ ক্ষতিগ্রস্ত হয় : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

পীরগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ