বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ২২ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় কল্যাণী উচ্চ বিদ্যালয় হল রুমে দিনাজপুর জেলা শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মোঃ মততাজ উদ্দিন।
বিকাশ ঘোষ, বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলামের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস মোঃ এনামুল হক,
জামায়াতে ইসলামী দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের ঘোষিত সংসদ সদস্য প্রার্থী, সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর উত্তরের শুরা সদস্য মোঃ মতিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোঃ রবিউল ইসলাম,জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন,দিনাজপুর জেলা শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান এ কে এম কাওছার হোসেন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা মোঃ নজমুল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও তালিমুল কুরআন বিভাগীয় সেক্রেটারি মাওলানা মোঃ সামাউন কবীর,উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
একই দিনে বাবু মহেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং গোপাল চন্দ্র দেবশর্মার সঞ্চালনায় প্রার্থী মোঃ মতিউর রহমান বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে কেন্দ্রীয় হরি মন্দিরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন।
কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ-কাহারোলের অনেক নেতাকর্মী অংশ গ্রহণ করে।