Wednesday , 27 August 2025 | [bangla_date]

বীরগঞ্জ পশ্চিম ভোগডোমার খাস জমিতে খেলার মাঠ জবরদখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি.
দিনাজপুর বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম ভোগডোমায় আদিবাসী ও স্থানীয় মুসলিম জনতার দীর্ঘদিনের খেলার মাঠের দুই পাশে ফুটবল গোল পোস্ট ভেঙ্গে ফেলে হ্যারো দিয়ে চাষ করে ঐ এলাকার মৃত সোহরাব আলীর ছেলে নুরুন্নবী, তার ভাই মাসুদ গং সহ অন্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান ভূমিদস্য নূরনবীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেখানে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কলার চারাগাছসহ বনজ বৃক্ষের চারাগাছ লাগানোর চেষ্টা করে।

কিন্তু আদিবাসী প্রতিবাদি ইয়ংস্টার ক্লাবের সদস্যগন এবং গ্রামবাসীরা তীব্র প্রতিরোধ গড়ে তোলে।

ভূমিদস্যরা আনিত সকল চারাগাছসহ পালিয়ে যেতে বাধ্য হয়।

ঘটনার দিন সকালে পশ্চিম ভোগডোমা আদিবাসী প্রতিবাদী ইয়ং স্টার ক্লাবের পক্ষে সভাপতি বাবুলাল মুর্মু ও সাধারণ সম্পাদক রুবেল বাস্কে জেলা প্রশাসক বরাবর খাস জমিতে দীর্ঘদিন যাবত পরিচালিত জীবন মান উন্নয়ন, জনকল্যাণ ও জনস্বার্থে খেলার মাঠ রক্ষা করত, ভূমি দস্যুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগকারীরা আরো জানান, অত্র মৌজার খাস খতিয়ান ভুক্ত ৬১৪, ৬১৫ ও ৬১৬ দাগের ৩ একর জমি স্থানীয় জনগণের ব্যবহার্য খেলার মাঠ।

ভূমিদস্যুরা তাদের পিতা সহরাফ আলী জীবদ্দশায় জনৈক দেলবরের কাছে খরিদ করেছেন বলে দাবি করেন কিন্তু সরকারি জমি ক্রয়-বিক্রয় অবৈধ, কঠিন অপরাধও বটে।

এলাকার আবাল বৃদ্ধ বণিতা সবাই জানে খেলার মাঠের দক্ষিণে কিয়দাংশ উচু জমি তার বাবা ভোগদখল করত।

অন্যের সম্পদগ্রাসী, ভূমিদস্য, লোভী, নূরনবী গং প্রতারণামূলক ভাবে খেলার মাঠ জবর দখলের পায়তারা চালাচ্ছে।

জবর দখল করে নিতে গ্রামবাসীর সাথে চরম বিভ্রান্তির সৃষ্টি করছে। গ্রামবাসীর উপর মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনেও হয়রানী করছে।

অপর দিকে অভিযুক্ত নূরনবী ও তার ভাই মাসুদের সাথে কথা হলে তারা জানান, সরকারি খাস খতিয়ানের ৬১৫ ও ৬১৬ দাগের প্রায় আড়াই একর জমির তারাই প্রকৃত মালিক, কেন না তার বাবা জীবদ্দশায় জমি গুলোর পজিশন খরিদ করে ভোগ দখল করতেন, উত্তরাধিকার সূত্রে আমরাও ভোগ দখলে আছে।

এগুলো সবই নদীর জেগে ওঠা বালু চর, পরবর্তীতে আবাদি জমিতে রূপান্তর করা হয়েছে, কোন খেলার মাঠ নাই, অতীতেও ছিল না।

আমরা সমুদয় জমিতে কলা চাষের জন্য হালচাষ করি চার শত কলার চারা ও আশিটি মেহগনি গাছের চারা রোপন করেছিলাম কিন্তু কথিত আদিবাসী প্রতিবাদী ইয়াং স্টার ক্লাবের নামধারী কতিপয় সদস্য এবং শতাধিক নারী পুরুষ জমিতে অনধিকার প্রবেশ করে সেগুলো ভেঙ্গে গুড়িয়ে উপড়ে ফেলে নদীতে ভাসিয়ে দেয় এতে ২ লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে।

বীরগঞ্জ থানায় ৮/১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে ২৬ আগষ্ট মঙ্গলবার দুপুরে পাল্টাপুর ইউনিয়ন ভূমি উপসহকারী আঃ মান্নান বিষয়টি তদন্ত করেছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুরের সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি অবগত আছি। উভয় পক্ষকে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমির সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে চাকরি প্রত্যাশীদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

রাণীশংকৈলে ১৯বছরে যায়যায়দিন পত্রিকার জন্মদিন পালিত

ঠাকুরগাঁওয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

বিজয় গণমিছিলে মূখরিত রাণীশংকৈলের পুরোশহর

ঠাকুরগাঁওয়ে পানির অভাবে আমন রোপণে চিন্তায় চাষি

দিনাজপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

রাণীশংকৈলে ৩ ইউপি নির্বাচনে ২০১ মনোনয়ন দাখিল : আচরণ বিধি লঙ্গন!

রাণীশংকৈলে অতিরিক্ত অর্থ আদায়করে দলিল সম্পাদন অব্যাহত

রাণীশংকৈলে কৃষকের জমির ফসল নষ্ট করল দূর্বৃত্তরা

দিনাজপুরে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে রামসাগরসহ চারটি ভেনুতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত