বোদা, পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর গ্রামের সবুজ, বাবুল পয়জল সহ পাঁচটি পরিবারের ১২টি ঘর মঙ্গলবার রাতে আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় কয়েক লক্ষ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে, আগুনে বাড়িঘর পুড়ে যাওয়া পরিবারদের সমবেদনা জানান এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় ময়দানদিঘী ইউনিয়ন বিএনপি নেতা সাজ্জাদার রহমান আবু সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।